করোনার দ্বিতীয় ঢেউ এ বেসামাল দেশের দৈনিক পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজার ছাড়ালো - Bangla Hunt

করোনার দ্বিতীয় ঢেউ এ বেসামাল দেশের দৈনিক পরিস্থিতি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজার ছাড়ালো

By Bangla Hunt Desk - April 02, 2021

বাংলা হান্ট ডেক্স; করোনার দ্বিতীয় ঢেউএ বেসামাল দেশের দৈনিক পরিস্থিতি। পাঁচ মাসে দেশে সর্বোচ্চ করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ হাজার ৪৬৬ জন, আজ ১১ টি রাজ্যের সঙ্গে বৈঠকে ক্যাবিনেট সচিব।

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৮১,৪৬৬টি করোনা কেস সনাক্ত হওয়ার পর দেশে কোভিড রোগীর সংখ্যা ১২.‌৩০ কোটি অতিক্রম করে যায়। অপরদিকে দেশে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ১১.‌৫২ কোটির বেশি মানুষ অর্থাৎ সুস্থতার হার ৯৩.‌৮৯ শতাংশ। বৃহস্পতিবারও করোনায় সুস্থ হয়েছেন ৫০,৩৫৬ জন।

ভারতের করোনা আক্রান্তের হার শুক্রবার পৌঁছেছে ৪.‌৭৮ শতাংশে, গত ২৪ ঘণ্টায় ৩০,৬৪১টি সক্রিয় কোভিড কেস ধরা পড়েছে। দেশে ১.‌৬৩ লক্ষের ওপর করোনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত এবং জাতীয় মৃত্যুর হার ১.‌৩৩ শতাংশে দাঁড়িয়ে।

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১৭০০-র উপরে। বাংলায় ১৭৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৫১৩। উত্তর ২৪ পরগনায় ৩৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১২৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৪।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর