আজ দ্বিতীয় দফার ভোট, ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী - Bangla Hunt

আজ দ্বিতীয় দফার ভোট, ভোট দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী

By Bangla Hunt Desk - April 01, 2021

নন্দীগ্রাম: আজ দ্বিতীয় দফার ভোট। চার জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণার মোট ৩০ আসনে আজ নির্বাচনে। এই ৩০ আসনের মধ্যে নজরে নন্দীগ্রাম। এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনেও ভোট হচ্ছে আজ। ইতিমধ্যেই ভোট দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ভোট দিলেন।

আরো পড়ুন- মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর, আক্রান্ত মুকুল পুত্র শুভ্রাংশু রায়

বাইকে চড়ে ভোট দিতে আসেন শুভেন্দু অধিকারী। নন্দনায়কবাড় স্কুলে ভোট দেন তৃণমূল ছেড়ে এসে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ভোটারদের অনুরোধ করব শান্তিতে ভোট দিন।

ভোট দিয়ে তিনি জানান, এই নির্বাচন নিয়ে তিনি আত্মবিশ্বাসী। তাঁর কথায়, নন্দীগ্রামের মানুষের উপরে বিশ্বাস আছে। উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে। এছাড়াও এদিন মমতাকে আন্টি বলে সম্বোধন করেন তিনি।

শুভেন্দু বলছেন, কেউ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিনতেন না। রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন রাজীব গান্ধীর জন্য। পরে তিনি রাজীব গান্ধীকেও প্রতারণা করেছেন। নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তৃণমূল হারছে আর এটা স্পষ্ট। আমি মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছি আর তারা আমায় বহু বছর ধরে চেনেন। তারা সকলে আছে। নিঃসন্দেহে বিজেপি জিতছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর