মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর, আক্রান্ত মুকুল পুত্র শুভ্রাংশু রায় - Bangla Hunt

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত ব্যারাকপুর, আক্রান্ত মুকুল পুত্র শুভ্রাংশু রায়

By Bangla Hunt Desk - March 31, 2021

বাংলা হান্ট ডেক্স; মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ব্যারাকপুর। বীজপুরের বিজেপির প্রার্থী তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের উপর উঠেছে হামলার অভিযোগ। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর করা হয় বিজেপির একাধিক গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সক্রিয় কেন্দ্রীয় বাহিনীও। এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন- রাত পোহালেই ভোট নন্দীগ্রামে, স্থলে জলে ও আকাশে থাকছে কড়া নজরদারি

জানা গিয়েছে, এদিন বারাকপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিতে যান তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। সেই মতোই সকাল থেকেই মহকুমা শাসকের দপ্তরের সামনে ভিড় জমান তৃণমূল সমর্থকরা। স্ত্রী শুভশ্রীকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান রাজ। রাজের মনোনয়ন জমা দেওয়ার সময়ই বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়ও মনোনয়নপত্র জমা দিতে পৌঁছান। সেই সময় দু’‌পক্ষের কর্মী–সমর্থকদের কেউ জয় শ্রীরাম ধ্বনি, কেউ আবার জয় বাংলা ধ্বনিতে আওয়াজ তুলতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূ্ত্রপাত। এই সময় দুই দলের সমর্থকদের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চালানো হয় গুলি। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বাহিনীকে লাঠিচার্জ করতে হয়। ঘটনার জেরে কয়েকজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে ৫–৬ জনকে।

এই ঘটনায় শুভ্রাংশু দাবি করেন যে, তাঁকে খুনের পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। শুভ্রাংশুর কথায়, ‘‌আমাকে আজ খুন করার পরিকল্পনা করেছিল তৃণমূল কংগ্রেস। বারবার খবর নিচ্ছিল আমি মনোনয়নপত্র দিয়ে কখন বের হব।’‌

এই ঘটনায় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, ‘‌এসডিও অফিসে প্রার্থীদের নিরাপত্তা নেই। তাহলে ব্যারাকপুরের কোন প্রার্থী এলাকায় নিরাপত্তা পাবেন?’‌পাল্টা মদন মিত্র বলেন, ‘‌মমতার বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হলে নাটক, আর বিজেপি উপর হামলা হলে হামলা।’‌

তৃণমূলের দাবি, এই ঘটনায় সিরাজ আনসারি নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে ভর্তি করা হয়। বারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজ চক্রবর্তী এই ঘটনার খবর পেয়ে গুলিবিদ্ধ সিরাজকে দেখতে যান হাসপাতালে। পুলিশ কিন্তু গুলি চালনার ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে। এমনকী কোনও অস্ত্রও উদ্ধার হয়নি বলে দাবি করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর