নিমতায় আক্রান্ত BJP কর্মীর মায়ের মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল - Bangla Hunt

নিমতায় আক্রান্ত BJP কর্মীর মায়ের মৃত্যু, কাঠগড়ায় তৃণমূল

By Bangla Hunt Desk - March 29, 2021

বাংলা হান্ট ডেস্ক; দীর্ঘ একমাসের লড়াই শেষ। নিমতায় আক্রান্ত BJP কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু হল। গত মাসে উত্তর ২৪ পরগনার নিমতায় আক্রান্ত হয়েছিলেন ৮০ বছরের ওই বৃদ্ধা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছিল BJP।

গত ২৬ ফেব্রুয়ারি ছেলেকে বাঁচাতে গিয়ে নিমতায় গুন্ডাদের হাতে আক্রান্ত হন ৮০ বছরের বৃদ্ধা শোভা মজুমদার। বিজেপির দাবি, ছেলে বিজেপি করায় তাঁকে মারতে এসেছিল তৃণমূলের গুন্ডারা। তার পর থেকে প্রায় ১ মাস হাসপাতালে ভর্তি ছিলেন বৃদ্ধা। দিন কয়েক আগে তিনি বাড়ি ফেরেন। রবিবার রাতে মৃত্যু হয় তাঁর। বিজেপির দাবি, তৃণমূলের মারধরেই মৃত্যু হয়েছে বৃদ্ধার।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল সাংসদ সৌগত রায় জানান, যে কোনও মৃত্যুই দুঃখজনক। ওনার বয়স হয়েছিল। সেজন্যই মৃত্যু হয়েছে।

আরো পড়ুন- দ্বিতীয় দফায় আক্রমণ করলেই কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নির্দেশ কমিশনের

সোমবার বৃদ্ধার ডেথ সার্টিফিকেট প্রকাশ্যে এলে দেখা যায় তাতে স্পষ্ট লেখা রয়েছে, ‘কার্ডিওরেসপিরেটরি ফেরইয়োরে মৃত্যু হয়েছে। সঙ্গে তাঁর শরীরে গুরুতর ইন্টারনাল হ্যামারেজ ও ইন্টারনাল ইনজুরি রয়েছে। মাথায়, মুখে আঘাত রয়েছে। যা এক মাস আগে মারধরের ফলে হয়েছে।’

এই ঘটনাকে হাতিয়ার করে সরব হয়েছে পদ্মশিবির। এদিন টুইট করে শোক প্রকাশ করেছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা । এই ঘটনায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লিখেছেন, ‘টিএমসির গুন্ডাদের নির্মম অত্যাচারে আজ বাংলার কন্যা শোভা মজুমদার মহাশয়ার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।এই পরিবারের গভীর ক্ষত আর ব্যথা দীর্ঘদিন মমতা দিদিকে বিদ্ধ করবে।হিংসামুক্ত ভবিষ্যত গড়তে,বাংলার মা-বোনেদের জন্য সুরক্ষিত রাজ্য গড়তে বাংলা লড়াই করবে।’

জেপি নাড্ডা তাঁর আত্মার শান্তি কামনা করে লিখেছেন ” ছেলে গোপাল মজুমদার বিজেপি করার জন্য আজ তাঁকে প্রাণ দিতে হোলো । বিজেপি এই বলিদান কে সর্বদা মনে রাখবে । ইনি ও বাংলার ‘মা’ ছিলেন ইনি ও বাংলার ‘মেয়ে’ ছিলেন । বিজেপি সবসময় বাংলার মা ও মেয়েদের সুরক্ষার জন্য লড়াই করবে ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর