ইভিএমে কারচুপি, তৃণমূলে ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে, বিস্ফোরক মমতা - Bangla Hunt

ইভিএমে কারচুপি, তৃণমূলে ভোট দিলেই ভোট পড়ছে বিজেপিতে, বিস্ফোরক মমতা

By Bangla Hunt Desk - March 27, 2021

বাংলা হান্ট ডেক্স ; ইভিএমে কারচুপি করছে বিজেপি। প্রথম দফা ভোটে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন খড়গপুরে নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, বিজেপি ইভিএমে কারচুপি করেছে। তৃণমূলে কেউ ভোট দিলে, সেই ভোট পড়ছে বিজেপিতে। কাঁথিতে ৩০ জন বহিরাগত অস্ত্র সহ ধরা পড়েছে। তাঁরা উত্তরপ্রদেশ থেকে এসেছিল বলে দাবি মমতার।

আরো পড়ুন- ভবানীপুরে প্রচারে বেরিয়ে, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল!

ইভিএমের যে কোনও বোতাম টিপলেই বিজেপিতে ভোট পড়ছে বলে অভিযোগ করে ভোটাররা বিক্ষোভ দেখানোর জেরে মাজিনায় বন্ধ ভোটগ্রহণ। ভোটগ্রহণের সঙ্গে যুক্ত অফিসাররা অবশ্য ইভিএমের সমস্যা মানতে চাননি। তাদের সাফ কথা, ভোটারদের বিক্ষোভ যাতে অপ্রীতিকর ঘটনাক্রমে মোড় না নেয়, সেই জন্যই বাধ্য হয়ে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষায় ভোটাররা
ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষায় ভোটাররা

ভোটারদের একাংশের দাবি, এখানে এখনও পর্যন্ত যে ভোটদান হয়েছে, তা বাতিল করে ফের ভোটগ্রহণ করা হোক। বিক্ষোভের জেরে মাজনায় দুটি বুথে ভোটদান বন্ধ হয়ে যায়। রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ইভিএমে কারচুপির অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন জানিয়েছে, ইভিএমে কারচুপি সম্ভব নয়। সাড়ে তিন ঘণ্টা পর মাজনায় ভোটগ্রহণ ফের হয়।

২০১৬ বিধানসভা নির্বাচনে কাঁথি দক্ষিণ কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা ভোটের বিধানসভা ওয়াড়ি ফলাফলেও যেখানে এগিয়ে ছিল রাজ্যের শাসক দলই।

আজ প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে চলছে ভোটগ্রহণ । এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।

২০১৬ বিধানসভা ভোটে এই তিরিশটা আসনের মধ্যে সাতাশটাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। দু’হাজার উনিশের লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে তেরোটাতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর