বাংলায় হিন্দু-মুসলিমের তাস কাজে আসবেনা, এটা বিহার গুজরাট নয়; সিদ্দিকুল্লা - Bangla Hunt

বাংলায় হিন্দু-মুসলিমের তাস কাজে আসবেনা, এটা বিহার গুজরাট নয়; সিদ্দিকুল্লা

By Bangla Hunt Desk - March 26, 2021

মন্তেশ্বর; বাংলার মানুষ শান্তিপ্রিয়। বাংলার মানুষ বিভাজনের রাজনীতির পছন্দ করেনা। কেউ কেউ হয়তো বিভাজনের রাজনীতি এখন পছন্দ করছে। কিন্তু সার্বিক চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। বিভাজন এমন একটা জিনিস, কোনও ভালো মনের মানুষ সেটা পছন্দ করে না। এখানকার শান্তিপ্রিয় মানুষ তো সেটা একদমই মেনে নেবেন না। জাতীয় সংহতি ও ঐক্যের বিষয়ে মন্তেশ্বর অনেক সজাগ, সেটাকে আরও সুদৃঢ় করাই আমার লক্ষ্য। জানালেন মন্তেশ্বরে তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী।

তিনি বলেন, বিজেপির আর কোনও কাজ নেই। হিন্দু-মুসলিম তাস খেলে ভাগাভাগির চেষ্টা করবে। এখানে সেটা কাজে আসবে না। কারণ, এটা তো গুজরাত বা বিহার নয়। এটা সম্প্রীতির বাংলা। এখানে মনীষীরা জন্মেছেন। এই মাটি অনেক খাঁটি। বাইরে থেকে এসে কেউ এখানে বিভাজন সৃষ্টি করে চলে যাবে, সেটা আমরা হতে দেব না। বিজেপি আগে নিজের ঘর ঠিক রাখুক। প্রার্থী নিয়ে নিজেদের মধ্যেই বিক্ষোভ হচ্ছে। ওদের নিজেদের মধ্যে এত বিভাজন, সেটা সবাই জানেন। তাই ঘৃণা ও বিদ্বেষ ছড়ালে বাজারে খাবে না।
ঐক্য স্থাপনের পাশাপাশি মন্তেশ্বরে অনেক কাজ করার আছে। কাজ করলে এখানে মানুষের ব্যাপক সমর্থন পাওয়া যাবে, সেটা আমি দেখেছি। আগে নজর দেব স্বাস্থ্য পরিষেবা উন্নত করার দিকে। এলাকায় উন্নত শ্মশান চুল্লি ও কবরস্থানে পাঁচিল করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সাতগাছিয়ায় থমকে থাকা রবীন্দ্র নজরুল মহাবিদ্যালয় যে জটে আটকে আছে, সেই জট কাটিয়ে বাস্তব রূপদানের চেষ্টা করব আমি। অনেক মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। তাদের সুবিধার্থে অনেক পরিকিল্পনা আছে আমাদের। কৃষিমান্ডির বিষয়ে নজর দিতে হবে। রাস্তাঘাট, পানীয় জলের আরও বিকাশ ঘটবে আগামী দিনে। মুখ্যমন্ত্রী দশ বছর ধরে যে ভিত্তি স্থাপন করেছেন, তা বাংলার রূপ বদলে দিয়েছে। আগামীতে সেই ভিত্তির উপর নির্ভর করে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন তিনি। এখনও অবধি রাজ্যের বাজেট, সর্ববৃহৎ বাজেট। সাধারণ মানুষের আয় দুই শতাংশের বেশি বেড়েছে। যা আগামীতে আরও বৃদ্ধি পাবে। মধ্যবিত্ত বাড়ির কর্ত্রীদের হাতে খুব একটা টাকা থাকত না। তাদের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্পের কথা ভেবেছেন। সুনিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে তিনি জানিয়েছেন, কীভাবে ঘরের মহিলাদের আরও উন্নতি করা যাবে। আমাদের উন্নয়নের ইস্তাহারে, প্রতিটি মানুষের কথা ভেবে কিছু না কিছু পরিকল্পনা রয়েছে।
মানুষের জন্য আমার লড়াই দায়িত্বপূর্ণ হবে। আমি আবেগে চলি না। আমার কাছে কেউ অসম্মানিত হবেন না। সুখে দুঃখে মানুষের পাশে থাকি। মন্তেশ্বরের মানুষের সাথে থাকার জন্য আমি এখানে এসেছি। এখানে মানুষের যে উৎসাহ দেখতে পাচ্ছি, তা ভোট বাক্সে প্রতিফলিত হলে তৃণমূলের জয় নিশ্চিত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর