জঙ্গলমহলের ঝাড়গ্রাম বিধানসভা ধরে রাখতে মরিয়া তৃণমূল - Bangla Hunt

জঙ্গলমহলের ঝাড়গ্রাম বিধানসভা ধরে রাখতে মরিয়া তৃণমূল

By Bangla Hunt Desk - March 26, 2021

বাংলা হান্ট ডেক্স ; জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ঝাড়গ্রাম। ২০১১ এবং ২০১৬ সালে এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন প্রয়াত প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। তাঁর অবর্তমানে এবার এখানে তৃণমূল প্রার্থী করেছে ঝাড়খণ্ড পার্টির (নরেন) প্রতিষ্ঠাতা নরেন হাঁসদার মেয়ে বীরবাহা হাঁসদাকে। সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। তাই ঝাড়গ্রামে এবার ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূলের জেলা সভাপতি দুলাল মুর্মু। তাঁর কথায়, গত বিধানসভা ভোটে এই কেন্দ্রে ৫৫ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল। লোকসভায় সামান্য ভোটে বিজেপি এগিয়ে থাকলেও, তাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দল। উল্টে গতবারের ফলাফলকে ছাপিয়ে গিয়ে আরও বেশি ব্যবধানে জয়লাভের লক্ষ্যমাত্রায় এগচ্ছে তৃণমূল। বীরবাহা প্রার্থী হওয়ায়, তা সম্ভব হবে বলেই মনে করছেন দলের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, একদিকে নরেন হাঁসদার মেয়ে হিসেবে বীরবাহার পুরনো পরিচিতি। অন্যদিকে, চলচ্চিত্রের পরিচিত মুখ। এরসঙ্গে তৃণমূলের ভোটব্যাঙ্ক। সব মিলিয়ে বীরবাহাকে নিয়ে অনেকটাই ‘নিশ্চিন্ত’ তৃণমূল। তাঁদের হাসি আরও চওড়া হয়েছে সংযুক্ত মোর্চার হয়ে লড়াইয়ে নামা বাম প্রার্থী মধুজা সেনরায় হওয়ায়। মধুজা এই ঝাড়গ্রামেরই মেয়ে। তাই বেশ জোর গলায় এক তৃণমূল কর্মীকে বলতে শোনা গেল, এবার ঝাড়গ্রামে আসল ‘খেলা হবে’।
ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়ে চায়ের আসরে আড্ডা মারতে মারতে একজন বলছিলেন, মধুজা এবার ভালো ভোট কাটবে। দ্বিতীয়স্থানে উঠে আসতে পারে। মধুজা প্রার্থী হওয়ায় বাম কর্মী-সমর্থকরাও বেশ চাঙ্গা হয়ে উঠেছেন। এতে বিজেপি’র বাক্সে চলে যাওয়া ভোট ফেরত আসবে বলেই আশাবাদী বাম কর্মীরা। আত্মবিশ্বাসী শোনাল মধুজাকেও। তিনি বলেন, ভোট কেটে দ্বিতীয় হওয়া নয়, প্রথম হওয়ার জন্য লড়ছি। মানুষের ভালো সাড়া পাচ্ছি। বিজেপি-তৃণমূল তাঁর পোষ্টার ছিঁড়ে দিচ্ছে, এটাই প্রমাণ করে তারা ভয় পেয়েছে।
সম্প্রতি ঝাড়গ্রামে অমিত শাহের সভা বাতিল হওয়ায় এবং পূর্বতন জেলা সভাপতি প্রার্থী হয়ে যাওয়ায় বিজেপি এই কেন্দ্রে কিছুটা হলেও টালমাটাল অবস্থায় রয়েছে বলে কর্মী-সমর্থকদের একাংশের দাবি। বিজেপি’র এক সমর্থকের কথায়, পূর্বতন সভাপতি এবং বর্তমান সভাপতির মধ্যে বিভিন্ন ইস্যুতে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। নানা প্রতিবন্ধকতার মধ্যেই এবার বেশ কঠিন লড়াই হবে এখানে। যদিও তাঁদের মধ্যে কোনও লড়াই নেই বলে দাবি করেছেন বিজেপির বর্তমান জেলা সভাপতি তুফান মাহাত। ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি প্রার্থী সুখময় শতপথী বলেন, লোকসভা ভোটে তাঁদের ফল ভালো হয়েছিল। এবার সেই ফল আরও ভালো হবে। তৃণমূল-বামেরা অনেক অপপ্রচার চালাবে, কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তাই জয় সম্পর্কে তিনি আশাবাদী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর