প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ২০০০ কোটি'র দুর্নীতি! পর্দা ফাঁস করল সিবিআই - Bangla Hunt

প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ২০০০ কোটি’র দুর্নীতি! পর্দা ফাঁস করল সিবিআই

By Bangla Hunt Desk - March 25, 2021

বাংলা হান্ট ডেস্ক; প্রধানমন্ত্রী আবাস যোজনার আড়ালে প্রায় ২০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। বুধবার এমনই অভিযোগ তুলে মামলা দায়ের করল সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, দিওয়ান হাউসিং ফিনান্স লিমিটেডের প্রোমোটার কপিল এবং ধীরজ ওয়াধওয়ান ভাইয়েরা এই দুর্নীতি করেছে। যারা ইতিমধ্যেই অন্য একটি দুর্নীতি মামলায় জেলে রয়েছেন।

২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজন চালু হয়। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং নিম্ন ও মাঝারি আয়ের মানুষের মাথায় পাকা ছাদ গড়ে দিতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটির সূচনা হয়। ওই প্রকল্পের আওতায় যে দুর্নীতি চলছে, বুধবার তার পর্দাফাঁস করেছে সিবিআই। ফ্ল্যাট, বাড়ি কেনার জন্য ঋণ দেওয়ার ব্যবসাও রয়েছে ডিএইচএফএল-এর। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ব্যবসার এই সুযোগকে কাজে লাগিয়েই কোটি কোটি টাকা হাতায় ডিএইচএফএল। সরকারি খাতায় দেখা যায়, সরকারি প্রকল্পের আওতায় বহু মানুষ তাদের কাছ থেকে মোট ১৪ হাজার কোটি টাকার গৃহঋণ নিয়েছেন। সেই বাবদ প্রায় ১ হাজার ৮৮০ কোটি টাকা ভর্তুকি তাদের প্রাপ্য।

আরো পড়ুন- দেশে উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে করোনা, নিষিদ্ধ হতে পারে দোল

সিবিআইয়ের অভিযোগ, ২০১৮-র জুনে ডিএইচএফএল তার বিনিয়োগকারী সংস্থাগুলিকে ৮৮,৬৫১ টি ঋণের আবেদন মঞ্জুর করতে বলে। যেগুলির মাধ্যমে ১৪০০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়। আর সেই ঋণের সুদে ভরতুকি বাবাদ সরকারের কাছ থেকে ১,৮৮০ কোটি টাকা দাবি করা হয়। যার মধ্যে ৫৩,৯৪০ লাখ টাকা মেটানো হয়েছে। ফরেন্সিক অডিট তদন্তে নেমে দেখে কপিল এবং ধীরজ প্রায় ২,৬০০০০ গৃহ ঋণের অ্যাকাউন্ট খোলে। যেগুলি আবার ডিএইচএফএলের বান্দ্রার শাখার নামে খোলা হয়। বাস্তবে যার কোনও অস্তিত্বই নেই।

অন্যদিকে, গত বছর জুনেই সিবিআই দুই ওয়াধওয়ান ভাই এবং ইয়েস ব্যাংকের প্রতিষ্ঠাতা রানা কাপুরের বিরুদ্ধে চার্জশিট দেয়। যেখানে অভিযোগ করা হয় দুই ভাইয়ের কাছ থেকে ঘুষ পেয়েছেন রানা কাপুর। তদন্তে দাবি করা হয়, ইয়েস ব্যাংক সাধারণ মানুষের ৩,৭০০ কোটি টাকা ডিএইচএফএলে বিনিয়োগ করে। প্রতিদানে ডিএইচএফএল ৬০০ কোটি টাকা রানা কাপুরকে ঘুষ দেয়। তবে সেই ঘুষ আবার সরাসরি রানা নেননি। এই অভিযোগে গত এপ্রিলেই গ্রেফতার হন ওয়াধওয়ান ভাইরা। এবং তার আগে মার্চে গ্রেপ্তার হন রানা কাপুর। সেই দুর্নীতির পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আনল সিবিআই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর