বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষ, মৃত্যু এক তৃণমূল কর্মীর - Bangla Hunt

বারুইপুরে তৃণমূল ও সংযুক্ত মোর্চার সংঘর্ষ, মৃত্যু এক তৃণমূল কর্মীর

By Bangla Hunt Desk - March 25, 2021

বাংলা হান্ট ডেস্ক ; রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বারুইপুর (Baruipur)। বারুইপুরে (Baruipur) তৃণমূল কংগ্রেসের (TMC) সমর্থক ও সংযুক্ত মোর্চার (United front) সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দুই দলের সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। গুরুতর আহত দুই পক্ষের বেশ কয়েকজন।

আরো পড়ুন- দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, দফায় দফায় সংঘর্ষ উত্তেজনা

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে বারুইপুরের বেলেগাছি এলাকায়। সংযুক্ত মোর্চার তরফে অভিযোগ, তাঁদের একটি গোপন বৈঠক চলছিল। সেই সময় তৃণমূলের লোকজন সেখানে গিয়ে হামলা চালায়। সেখানে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের গুরুতর আহত হন ৫ জন । গুরুতর আহত হন এক তৃণমূল কর্মী। তাঁকে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

তৃণমূলের তরফে অভিযোগ, সংযুক্ত মোর্চার সদস্যরাই এই হামলা চালিয়েছে। বন্দুকের বাঁট ও লোহার রড দিয়ে সংযুক্ত মোর্চার সদস্যরাই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। ইতিমধ্যেই ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা সকলেই সংযুক্ত মোর্চার সঙ্গে যুক্ত।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর