দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, দফায় দফায় সংঘর্ষ উত্তেজনা - Bangla Hunt

দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, দফায় দফায় সংঘর্ষ উত্তেজনা

By Bangla Hunt Desk - March 24, 2021

দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

বাংলা হান্ট ডেক্স ; বিজেপির মন্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায়। বুধবার সকালে পশু হাসপাতালের ভিতর ঘরের বারান্দায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘটনায় সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ। দেহ নতুন করে ময়নাতদন্তের দাবিও তোলা হয়েছে। তবে বিজেপি-র ওই অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল।

বুধবার সকালে দিনহাটার পশু হাসপাতালের বারান্দায় দেখতে পাওয়া যায় বিজেপি-র মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ। তা নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার কথা জানাজানি হতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনার প্রতিবাদে দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। পাঁচমাথার মোড়ে রাস্তায় আগুন জ্বালিয়ে চলে অবরোধ চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। তৃণমূল অবশ্য খুনের অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি, খুন নয়, আত্মহত্যাই করেছেন পাল্টা ঘাসফুলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির অবরোধ তুলতে লাঠিচার্জ করে পুলিস।

বিজেপি-র অভিযোগ, ওই ঘটনায় জড়িত তৃণমূল। দলের রাজ্য কমিটির সদস্য তথা মুখপাত্র দীপ্তিমান সেনগুপ্তর দাবি, ‘‘ভোটে হেরে যাওয়ার ভয়েই তৃণমূলের দুষ্কৃতীরা খুন করে ঝুলিয়ে দিয়েছে।’’

আরো পড়ুন-  টিকিট না পেয়ে বিজেপির পদ ছাড়লেন দুলাল বর! ছাড়তে পারেন দলও

বিজেপি নেতার রহস্যমৃত্যুর বিষয়টিকে সামনে রেখে ময়দানে নামেন কোচবিহারের সাংসদ তথা দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকও। তাঁর নেতৃত্বে থানায় গিয়ে দ্রুত তদন্তের দাবি জানান বিজেপি কর্মী-সমর্থকরা।

দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, ‘‘এ কী রাজনীতি চলছে দিনহাটায়! এক এক কর্মীকে আমরা হারাচ্ছি, আমাদের বিধায়ককে যেভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছিল ৷ আমরা সিবিআই তদন্ত চাই ৷’’

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে আমাদের কর্মীকে, দিদি-ভাইপোর খেলা শুরু হয়েছে, ভেবেছে এভাবে আমাদের ঘরে বসিয়ে দেবে, কিন্তু তা হবে না ৷’’

যদিও বিজেপি-র তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। যিনি তৃণমূলের বিরুদ্ধে তুলছেন তিনি কি খুনের প্রত্যক্ষদর্শী? তা হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করুক।’’ দলীয় দফতর ভাঙচুর করার বিষয়টিকে সামনে রেখে পাল্টা কর্মসূচি নিয়েছে জোড়াফুল শিবিরও। দুপুরে দিনহাটা শহরে মিছিল করে দিনহাটা সদর মহকুমা শাসকের দফতরের সামনে অবস্থানে বসেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর