টিকিট না পেয়ে বিজেপির পদ ছাড়লেন দুলাল বর! ছাড়তে পারেন দলও - Bangla Hunt

টিকিট না পেয়ে বিজেপির পদ ছাড়লেন দুলাল বর! ছাড়তে পারেন দলও

By Bangla Hunt Desk - March 24, 2021

বাংলা হান্ট ডেক্স ; টিকিট না পেয়ে বিজেপির এসসি-এসটি মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন বাগদার বিদায়ী বিধায়ক দুলাল বর। বুধবার এক সাংবাদিক বৈঠকে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ তোলেন পরিবারতন্ত্র ও টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছে বিজেপি ।

আরো পড়ুন- ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

প্রথম দফার ভোটের মুথে বিজেপিতে অস্বস্তি বাড়ালেন দুলাল বর। এসসি-এসটি সেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে বিজেপি নেতা প্রকাশ্যে অভিযোগ করেছেন এসসি-এসটি সেলের এক জনকেও এবার প্রার্থী করেনি বিজেপি। এসসি-এসটিদের দেখিয়ে ব্যবসা করছে বিজেপি। পরিবারতন্ত্র ও টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছে বিজেপি। তাই রাগে সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে দুলালবাবু জানিয়েছেন, যে কোনও মুহূর্তে দলত্যাগ করতে পারেন তিনি। তাঁকে কলকাতায় ডেকে পাঠিয়েছে দলীয় নেতৃত্ব।

মুকুল রায়ের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন দুলাল বর। তৃণমূল কংগ্রেসের টিকিট পাবেন না আঁছ করেই তাঁর বিজেপিতে যোগ দেওয়া। কিন্তু বিজেপিতে এসেও কেবল মাত্র পদ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। টিকিট না পেয়েই বিদ্রোহী তিনি পদ ছেড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু দুলাল বর নিজে সেই অভিযোগ মানতে নারাজ। তবে ভোটের মুখেই দুলাল বরের এই পদক্ষেপে অস্বস্তি বেড়েছে।

দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশের পর থেকেই বিজেপিতে বিক্ষোভ চরম আকার নিয়েছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ হয়েছেন বহু নেতা কর্মী। জেলায় জেলায় দলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছেন বিজেপি কর্মীরাই। টিকিট না পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎপ্রার্থী হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপদ মুখোপাধ্যায়। এবার দলত্যাগের পথে দুলাল বর।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর