বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামতেই বিক্ষোভের মুখে শিশির অধিকারী! উঠল চিটিংবাজ, গদ্দার, স্লোগান - Bangla Hunt

বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে নামতেই বিক্ষোভের মুখে শিশির অধিকারী! উঠল চিটিংবাজ, গদ্দার, স্লোগান

By Bangla Hunt Desk - March 23, 2021

বাংলা হান্ট ডেক্স ;  রবিবার রাজনৈতিক রং বদল করে, এগরাতে অমিত শাহের সভায় গেরুয়া শিবিরে যোগদেন কাঁথির তৃণমূল সাংসদ  শিশির অধিকারি, আর তার পরদিনই বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। স্লোগানও উঠল, “শিশিরবাবু চিটিংবাজ, গদ্দার।” বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্ত বচসা বাঁধে। খণ্ডযুদ্ধেও জড়িয়ে পড়েন দুই শিবিরের কর্মীরা। পরে এগরা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

আরো পড়ুন- ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

সূত্র মারফত জানা যায়, দল ছাড়ার একদিন বাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভে প্রবল অস্বস্তিতে পড়েছেন শিশির অধিকারী। সেই অস্বস্তি কাটাতে তিনি অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সকাল থেকেই আজকের সভাকে বানচাল করার জন্য বেশ কিছু যুবককে মদ খাইয়ে সভাস্থলে পাঠিয়ে দিয়েছে।” এরপর তিনি পাল্টা হুঙ্কারের সুরে বলেন, “যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের ছবি তুলে নিলাম। পরে ব্যবস্থা নেব।” তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই যে এলাকায় অধিকারী সাম্রাজ্যের দাপট কমতে শুরু করেছে, এদিনের বিক্ষোভই তার জলজ্যান্ত নিদর্শন।

অন্যদিকে, বিজেপিতে যোগ দেওয়ার পরে এদিন রাতে উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে কাঁকগেছিয়ায় একটি পথসভা করতে যান শিশিরবাবু। ওই সভায় যাওয়ার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক তাঁকে আটকে রাখা হয়। এমনকী বিজেপি সভাস্থলের কাছাকাছিও চলে যান বিক্ষোভকারীরা। তৃণমূল সমর্তকদের আচরণের প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। নিমিষেই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ওই খণ্ডযুদ্ধে দু’পক্ষের তিনজন আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে শিশিরবাবুকে ঘিরে রাখেন তার নিরাপত্তা রক্ষীরা। তবে এমন একজন প্রভাবশালী ব্যক্তি, এতো বয়সে এসে রাজনৈতিক দলবদল করা উচিত হয়নি বলেই দাবি অনেকের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর