

বাংলা হান্ট ডেক্স ; রবিবার রাজনৈতিক রং বদল করে, এগরাতে অমিত শাহের সভায় গেরুয়া শিবিরে যোগদেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারি, আর তার পরদিনই বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন তিনি। স্লোগানও উঠল, “শিশিরবাবু চিটিংবাজ, গদ্দার।” বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের একপ্রস্ত বচসা বাঁধে। খণ্ডযুদ্ধেও জড়িয়ে পড়েন দুই শিবিরের কর্মীরা। পরে এগরা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
আরো পড়ুন- ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে
সূত্র মারফত জানা যায়, দল ছাড়ার একদিন বাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভে প্রবল অস্বস্তিতে পড়েছেন শিশির অধিকারী। সেই অস্বস্তি কাটাতে তিনি অভিযোগ করেন, “তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব সকাল থেকেই আজকের সভাকে বানচাল করার জন্য বেশ কিছু যুবককে মদ খাইয়ে সভাস্থলে পাঠিয়ে দিয়েছে।” এরপর তিনি পাল্টা হুঙ্কারের সুরে বলেন, “যারা বিক্ষোভ দেখিয়েছে, তাদের ছবি তুলে নিলাম। পরে ব্যবস্থা নেব।” তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গেই যে এলাকায় অধিকারী সাম্রাজ্যের দাপট কমতে শুরু করেছে, এদিনের বিক্ষোভই তার জলজ্যান্ত নিদর্শন।
অন্যদিকে, বিজেপিতে যোগ দেওয়ার পরে এদিন রাতে উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহার সমর্থনে কাঁকগেছিয়ায় একটি পথসভা করতে যান শিশিরবাবু। ওই সভায় যাওয়ার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা শিশির অধিকারীর গাড়ি ঘিরে বক্স বাজিয়ে স্লোগান দিতে থাকেন। প্রায় ঘণ্টাখানেক তাঁকে আটকে রাখা হয়। এমনকী বিজেপি সভাস্থলের কাছাকাছিও চলে যান বিক্ষোভকারীরা। তৃণমূল সমর্তকদের আচরণের প্রতিবাদ জানান বিজেপি কর্মীরা। নিমিষেই দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ওই খণ্ডযুদ্ধে দু’পক্ষের তিনজন আহত হন। পরিস্থিতি বেগতিক দেখে শিশিরবাবুকে ঘিরে রাখেন তার নিরাপত্তা রক্ষীরা। তবে এমন একজন প্রভাবশালী ব্যক্তি, এতো বয়সে এসে রাজনৈতিক দলবদল করা উচিত হয়নি বলেই দাবি অনেকের।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স