জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে কোলাঘাট থেকে গ্রেফতার আনিসুর রহমান - Bangla Hunt

জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে কোলাঘাট থেকে গ্রেফতার আনিসুর রহমান

By Bangla Hunt Desk - March 02, 2021

খুনের মামলায় জেল থেকে ছাড়া পাওয়ার দেড় ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার হলেন তৃণমূল নেতা আনিসুর রহমান। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে তমলুক আদালত তৃণমূল নেতা কুরবান শা খুনের মামলা প্রত্যাহার করে। মুক্তি পেয়ে যান প্রধান অভিযুক্ত আনিসুর রহমান। উচ্ছাসে ফেটে পড়েন তার অনুগামীরা। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই তমলুক আদালতের নির্দেশ খারিজ করে ফের আনিসুরকে গ্রেফতারের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেলেই তাঁকে কোলাঘাট থেকে গ্রেফতার করে পূর্ব মেদিনীপুর পুলিশ।

আরো পড়ুন- আজই বিজেপিতে যোগ দিচ্ছেন জিতেন্দ্র তেওয়ারি?

২০১৯ সালে দুর্গা পুজোর সময় পাঁশকুড়ায় খুন হন তৃণমূল নেতা কুরবান শাহ। ঘটনায় গ্রেফতার হন শাসক দলের অপর নেতা আনিসুর রহমান। খুন, ষড়যন্ত্র সহ একাধিক মামলা রুজু হয় আনিসুরের নিরুদ্ধে। কিন্তু বিগত বেশ কিছু দিন ধরে বদলাতে শুরু করে চিত্রটা। এরপর গত ২৬ ফেব্রুয়ারি কোরবান শাহ খুনে অভিযুক্ত আনিসুর ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই অনুসারে তমলুক আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান সরকারি আইনজীবী। রাজ্য সরকারের সেই আবেদন গ্রহণ করে মঙ্গলবারই আনিসুরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় তমলুক আদালত। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কুরবানের পরিবার। এর পরই তৎপরতা শুরু হয় জেলা পুলিশের তরফে। জানা যায়, মেছেদা হয়ে কোলাঘাটের দিকে গিয়েছেন আনিসুর। সঙ্গে রয়েছেন তাঁর অনুগামীরাও। এর পর কোলাঘাট থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মুক্তির দেড় ঘণ্টার মধ্যে ফের গ্রেফতার করা হয় আনিসুরকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর