বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় - Bangla Hunt

বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়

By Bangla Hunt Desk - March 01, 2021

​বাংলা হান্ট ডেক্স ; বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোমবার শহরের পাঁচ তারা হোটেলে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউডের এই প্রথম সারির অভিনেত্রী । সোমবার দুপুর থেকেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে জোর কানাঘুষো শুরু হয়।

বিধানসভা নির্বাচনের আগে টালিপাড়ায় তোলপাড়। রাজনীতিতে আসছেন একাধিক নায়ক-নায়িকা। কিছুদিন আগেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন যশ দাশগুপ্ত। এবার একই পথে হাঁটলেনন জয়প্রিয় অভিনেত্রীর শ্রাবন্তী।

এর আগে তৃণমূলের একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যেতো শ্রাবন্তীকে। সেক্ষেত্রে কেন এই বদল? তবে কি মোহভঙ্গ হয়েছে নায়িকার, এই প্রশ্নের উত্তরে শ্রাবন্তী জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের জন্য কিছু করতে চান তিনি। তাঁর বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার। তার বাবার থেকে শিক্ষা নিয়েই এবার মানুষের জন্য কিছু করতে চান বলে জানান শ্রাবন্তী। তাছাড়া বিজেপি-ই বাংলায় পরিবর্তন আনতে পারে বলে তার মনে হয়।’

আরো পড়ুন- মা হওয়ার পর কি মিলনের ইচ্ছা কমে যায়?

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিজেপির নেতৃত্বে দেশ যে ভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তাতে সামিল হতে দলে যোগ দিচ্ছেন উজ্জ্বল ব্যক্তিত্বরা। শ্রাবন্তীও সেজন্যই বিজেপিতে যোগদান করেছেন। রাজ্যে দ্রুত পরিবর্তন করে পরিস্থিতির পরিবর্তন করতে চায় বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর