দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়ে দেখা, ' অমিত শাহ কে চ্যালেঞ্জ মমতার - Bangla Hunt

দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়ে দেখা, ‘ অমিত শাহ কে চ্যালেঞ্জ মমতার

By Bangla Hunt Desk - February 18, 2021

বাংলা হান্ট ডেক্স ; পৈলানের জনসভা থেকে অমিত শাহকে আক্রমণ মমতার। যে ‘ভাইপো’কে কথায় কথায় আক্রমণ করে বিজেপি নেতৃত্ব, তাঁকেই লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার পৈলানের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপির একজন নেতা, তিনি নামেই দুনম্বর। আমি নাম বলবো না। তিনি গিয়ে বলেছেন, আরে গঙ্গাসাগর কেয়া হ্যায়। ইতনা খারাব ইতনা খারাব? আমি বলি, এই মূর্তিমান এতদিন কোথায় ছিলে? গঙ্গাসাগর কী ছিল? একটা থাকার জায়গাও ছিল না। সবাই বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। লজ্জা করে না? একটা পয়সা দিয়েছো কোনওদিনও? বলছে, গঙ্গাসাগরকে এই করে দেব সেই করে দেব। ছাই করবে তোমরা’। 

এর পরই অমিত শাহকে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, ‘দেশের ক্ষমতায় আছো ছয় বছর-সাত বছর হয়ে গেল। নোটবন্দি করেছো, ঘরবন্দি করেছো, দাঙ্গা করেছো, পেট্রলের দাম বাড়িয়েছিয়েছো। একটা গ্যাসের দাম ৮০০টাকা মানুষ খাবে কি? কই একবারও তো কিছু বলো না। খালি দিদি আর ভাতিজা! আরে দিদিকে পরে লড়বি, আগে ভাতিজাকে লড়’।

মমতা এদিন বলেন, আগের নিজের বাড়ির লোক সামলা, পরে সামলা বাংলা। স্বাস্থ্য সাথী কার্ড দিলীপ ঘোষের বাড়ির লোকই করছে। ২৫০-র নীচে নামবে না তৃণমূল। ২০২১ এ ফের মমতা। বহিরাগতরা বাংলা দখল করতে আসছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আমরা রিপোর্ট কার্ড নিয়ে বাংলার মানুষের ঘরে ঘরে যাচ্ছি। মানুষ বুঝতে পারছেন, কত কাজ হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর