ভোটের মুখে সাড়ে ১৬০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ রাজ্যে - Bangla Hunt

ভোটের মুখে সাড়ে ১৬০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ রাজ্যে

By Bangla Hunt Desk - February 16, 2021

বাংলা হান্ট ডেক্স ; ভোট আর বেশি দিন বাকি নেই। ঠিক ভোটের আগেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ। মুখ্যমন্ত্রীর ঘোষণার দু মাসের মধ্যেই প্রকাশিত হল তার ফলাফল। মেধা তালিকা প্রকাশিত হওয়ায় খুশি রাজ্যের চাকরি প্রার্থীরা।

মেধা তালিকা প্রকাশ নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ১১ ডিসেম্বর মমতা ব্যানার্জির ঘোষণার পর. গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৬ হাজার ৫০০ শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে উল্লেখ ছিল, যাঁরা টেট উত্তীর্ণ এবং যাঁদের প্রশিক্ষণ রয়েছে, একমাত্র তাঁরাই আবেদন করতে পারবেন। তারপর শুরু হয় বাকি প্রক্রিয়া।’

মেধা তালিকায় জায়গা পেয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। জানুয়ারি মাসে ৭ দিন ধরে ইন্টারভিউ হয়। সোমবার গভীর রাতে মেধাতালিকা প্রকাশিত হয়েছে। পর্ষদ সূত্রে খবর, প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে।

আরো পড়ুন- মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে প্রতিবাদ পার্শ্ব শিক্ষকদের, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পর্ষদ সূত্রে জানা গেছে গত ২৩ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এই ১৬৫০০ শূন্য পদের জন্য আবেদন করতে পেরেছিলেন পরীক্ষার্থীরা। এই নিয়োগের ক্ষেত্রে প্যারা টিচারদের ১০% সংরক্ষণ করা হয়েছে। সোমবার রাতে মেধা তালিকা প্রকাশের পর পর এবার সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু করা হবে বলেই পর্ষদ সূত্রের খবর। তবে এত কম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ এযাবত কালে কোন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারিনি বলেই পর্ষদ সূত্রের দাবি। অন্যদিকে সোমবারে স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি মাধ্যমে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের জন্য চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করেছে। সব মিলিয়ে ভোটের আগে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিবাচক বার্তা রাজ্য সরকারের তরফে দেওয়া হলেও বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর