DYFI কর্মী মইদুলের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস - Bangla Hunt

DYFI কর্মী মইদুলের মৃত্যুতে শোকপ্রকাশ মমতার, পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের আশ্বাস

By Bangla Hunt Desk - February 15, 2021

বাংলা হান্ট ডেক্স: নবান্ন অভিযানে গিয়ে মৃত DYFI কর্মী মইদুল ইসলাম মিদ্দার পরিবারকে সাহায্য করতে তৈরি রাজ্য সরকার৷ প্রয়োজনে চাকরি এবং আর্থিক সাহায্য করতে প্রস্তুত রাজ্য৷ এ দিন নবান্নে এমটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, মৃতের পরিবার সম্মতি দিলেই এ বিষয়ে এগোবে সরকার৷

এদিন DYFI কর্মীর মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, এ বিষয়ে যথাযথ তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করা হবে৷ সত্যিই পুলিশের মারে মৃত্যু কি না, তাও দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ দিন সকালেই মইদুলের মৃত্যুর খবর পেয়ে তিনি বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ফোন করেছিলেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

গত ১১ ফেব্রুয়ারি বাম যুবাদের নবান্ন অভিযানে পুলিশের লাঠিতে আহত হন মইদুল। এর পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার মৃত্যু হয় তাঁর। বাম নেতৃত্বের দাবি, পুলিশের লাঠির আঘাতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে যুবকের। সোমবারই কলকাতার পুলিশ মর্গে দেহের ময়নাতদন্ত হবে। মইদুলের মৃত্যুর প্রতিবাদে রাজ্যজুড়ে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছে বামেরা। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর