আবার একলাফে ৫০ টাকা বাড়লো গ্যাসের দাম, এ নিয়ে এক মাসে দুবার বাড়ল দাম - Bangla Hunt

আবার একলাফে ৫০ টাকা বাড়লো গ্যাসের দাম, এ নিয়ে এক মাসে দুবার বাড়ল দাম

By Bangla Hunt Desk - February 14, 2021

বাংলা হান্ট ডেক্স ; বাজেটের ৭২ ঘণ্টার মধ্যে ২৫ টাকা বেড়েছিল গ্যাসের দাম। এবার এক মাসের আরো একবার ‘ঝটকা’। আরও ৫০ টাকা বাড়তে চলেছে গ্যাসের মূল্য। দেশের সব বড় শহরে হুহু করে বাড়ছে পেট্রলের দাম। এরই মধ্যে একমাসে ৭৫ টাকা গ্যাসের দামৃবৃ‌দ্ধি মধ্যবিত্তের নাভিশ্বাস তুলবে এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি ধাপে ধাপে তুলে দিতে চায় মোদী সরকার। ধীরে ধীরে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে ভর্তুকি তুলে দেওয়ার হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের পদস্থ কর্তারা। যে কারণে গ্যাসের দাম বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেই আশঙ্কা সত্যি করে ১০ দিনের ব্যবধানে দু’বার গ্যাসের দাম বৃদ্ধি করল তেল কোম্পানিগুলি।

সংবাদসংস্থা এএনআই সূত্র খবর, আগামীকাল দুপুর ১২ টার পর থেকেই রাজধানীতে ১৪.২ কেজি গ্যাসের দাম ৫০ টাকা বেড়ে ৭৬৯ টাকা হবে।

কলকাতায় এখন ১৪.২ কেজির রান্নার গ্যাস কিনতে হচ্ছে ৭৪৫ টাকা ৫০ পয়সা দিয়ে। গ্যাসের দাম বেড়ে আগামীকাল থেকেই হবে ৭৯৫ টাকা ৫০ পয়সা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই নিয়ে গ্যাসের দাম চারবার বাড়ল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর