আদি বনাম নব্যের দ্বন্দ্ব, অশান্তি ছড়ালোর বিজেপি রাজ্য সদরদপ্তরে - Bangla Hunt

আদি বনাম নব্যের দ্বন্দ্ব, অশান্তি ছড়ালোর বিজেপি রাজ্য সদরদপ্তরে

By Bangla Hunt Desk - February 14, 2021

বাংলা হান্ট ডেক্স: ফের বিজেপির আদি বানাম নব্যের দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এবার দীর্ঘদিনের সক্রিয় নেতাকে পদ থেকে অপসারণের প্রতিবাদে রবিবার দুপুরে রাজ্য বিজেপির সদর দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ কর্মীদের। হেস্টিংসের অফিসে এসে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পরে বিষয়টি নিয়ে তিনি দলীয় নেতৃত্বের সাথে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

জানা গিয়েছে, একুশে ভোটের আগে দলের পুরোনো বিজেপি নেতা শুভঙ্কর মজুমদারকে দক্ষিণ 24 পরগনা সহ একাধিক বিজেপির সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দলে জনপ্রিয়ও ছিলেন তিনি। তার জায়গায় নব্য বিজেপির এক নেতাকে নিয়োগ করা হয়। আর তা জানতে পেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন আদি বিজেপি কর্মীরা।

আদি বিজেপি কর্মীদের দাবি, শুভঙ্কর দত্ত মজুমদারের মতো নেতারা দলের জন্য উপযুক্ত। তাঁর নেতৃত্বে সংগঠন অনেক মজবুত হয়ে উঠেছে। তাই একুশের ভোটের আগে তাঁকে সরিয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত দলের সাধারণ কর্মীরা কিছুতেই সহজভাবে মেনে নিতে পারছেন না। রবিবার শুভঙ্কর দত্ত মজুমদারের ছবি দেওয়া হোর্ডিং নিয়ে হেস্টিংসে বিজেপি অফিসের সামনে বিক্ষোভ দেখান শয়ে শয়ে দলীয় কর্মীরা। শুভঙ্কর দত্তকে সরিয়ে দেওয়া মানছি না মানবো না। ভারত মাতা কি জয় বলে স্লোগান দিতে থাকে তারা।
বিক্ষোভ সামাল দিতে পুলিশকেও বেশ বেগ পেতে হয়। শেষমেশ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এ নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে বিক্ষোভের আঁচ খানিকটা কমেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর