'বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়,' রাজীব বন্দ্যোপাধ্যায়'কে সরাসরি চ্যালেঞ্জ কল্যানের - Bangla Hunt

‘বুকের পাটা থাকলে ডোমজুড়ে খেলবি আয়,’ রাজীব বন্দ্যোপাধ্যায়’কে সরাসরি চ্যালেঞ্জ কল্যানের

By Bangla Hunt Desk - February 14, 2021

বাংলা হান্ট ডেস্ক ; রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধিক্কার স্লোগান তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বালির নিশ্চিন্দায় পদযাত্রায় বললেন, ডোমজুরেই রাজীবের বিরুদ্ধে খেলা হবে। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেইমান গদ্দার স্লোগান তোলেন তৃণমূল সাংসদ। বলেন, বেইমান-গদ্দারদের হিসাব নেবে জনতা। পালটা রাজীববাবু বলেন, ‘যে দলের মুখের এই ভাষা তাদের বিরুদ্ধে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলার মানুষের সামনে।’

এদিন বালির নিশ্চিন্দায় তৃণমূলের পদযাত্রায় ভোট প্রচারে গিয়ে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় স্লোগান তোলেন, “আয়রে রাজীব খেলবি আয়, বুকের পাটা থাকলে ডোমজুড়েতে খেলবি আয় “, উপস্থিত দলীয় কর্মীরা বলতে থাকেন, খেলা হবে। খেলা হবে।

বিকেলে হাওড়ার জগৎবল্লভপুরে এস সভায় রাজীববাবু বলেন, ‘আজ আমাকে বলছে ওরে রাজীব খেলবি আয়। মুখের কী ভাষা দেখেছেন? বাংলার মানুষের এদের বিরুদ্ধে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।’

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর