'টলিউডে মাফিয়া রাজ চলছে,' বিস্ফোরক রুদ্রনীল - Bangla Hunt

‘টলিউডে মাফিয়া রাজ চলছে,’ বিস্ফোরক রুদ্রনীল

By Bangla Hunt Desk - February 12, 2021

বাংলা হান্ট ডেক্স ; সবেমাত্র যোগ দিয়েছেন বিজেপিতে, এতদিন ধরে শুধুমাত্র রাজনীতির কথা বলছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর এবারে টলিউডের সমস্যা নিয়ে একেবারে সম্মুখ সমরে এলেন বিজেপি নেতা। তিনি দাবি করেছেন “টলিউডে রীতিমতো মাফিয়া রাজ চালাচ্ছে রাজ্য শাসক দল”, টলি দুনিয়ায় পরিস্থিতি সম্পর্কে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির নবাগত সদস্য তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। টলিউডের দায়িত্বে থাকা শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ হেনেছেন তিনি। তাদের বিরুদ্ধে জোর জুলুম এবং স্বজনপোষণের অভিযোগ তুলেছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রনীলের দাবি, “টলিউডের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারাই এই দুনিয়ায় মাফিয়া রাজ চালাচ্ছেন!”

হাওড়ার দলীয় কার্যালয়ে তৃণমূলকে নিশানা করে
রুদ্রনীলের বলেন, টলিউডে মাফিয়ারাজ এতটাই প্রভাববিস্তার করেছে যে প্রযোজকরা আর বাংলায় কাজ করতে ভরসা পাচ্ছেন না। শাসক দলের নেতাকর্মীরা জোর জবরদস্তি তাদের পছন্দমতো লোক নিয়োগে বাধ্য করছেন। অতিরিক্ত কলাকুশলী নিতে বাধ্য করা হচ্ছে। প্রযোজকদের গলায় বন্দুক ঠকানো হচ্ছে। যাদের কোনো প্রয়োজনই নেই তারাও বসে বসেই মাইনে নিচ্ছেন। তিনি আরও বলেছেন, অনেকের মনেই অসন্তোষ দেখা দিয়েছে। এখন হয়তো অনেকেই তা প্রকাশ করছেন না, তবে শীঘ্রই সেগুলি প্রকাশ্যে আসবে।”

যদিও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া এর সভাপতি স্বরূপ বিশ্বাস রুদ্রনীলের মন্তব্য এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন, “রুদ্রর বক্তব্য আমি শুনিনি। আগে শুনি, যদি কটাক্ষ বা বিদ্রুপ মন্তব্য তিনি করে থাকেন তাহলে যোগ্য জবাব দেওয়া হবে।” কিন্তু রাজনৈতিক মহলের বিশ্বাস, তিনি এই মন্তব্য নিশ্চয়ই শুনেছেন। যদিও, রুদ্রনীলের বক্তব্যে সায় দিয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর বাবু বলেছেন, “২০১১ সালের পর থেকে টলিউডে রাজনৈতিক প্রভাব পড়তে শুরু করেছে। আমি মাফিয়া রাজ শব্দটি ব্যবহার করছি না কিন্তু জানাচ্ছি যেন টলিউডের সঙ্গে যুক্ত মানুষদের মানসিকতা বদলায়।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর