

বাংলা হান্ট ডেক্স; দল পরিচালনার ভার কর্পোরেট কোম্পানির হাতে চলে গিয়েছে। অযোগ্য লোককে বসানো হয়েছে দলের নেতৃত্বে। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনটাই বললেন দীনেশ ত্রিবেদী। সঙ্গে তিনি বলেন, আপাতত নিজের সঙ্গে নিজে থাকবো। পদত্যাগ করে অনেকটা হালকা লাগছে।
এদিন রাজ্যসভার সদস্যপদ থেকে থেকে ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি, আর চুপ করে থাকতে পারছি না।” তিনি যোগ করেন, “যেভাবে বাংলায় কাজ হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তাই এতদিনে তিনি তাঁর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন মানুষের জন্য কাজ করতে চান তিনি।
সঙ্গে দল পরিচালনা ও দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘কার সঙ্গে কথা বলবো? কারও কাছে সময় নেই। আর দলের পরিচালনার ভার যখন কর্পোরেট কোম্পানির হাতে চলে যায় তখন কথা বলে লাভ কী? যে রাজনীতির ক – খ জানে না সে আমাদের নেতা হয়ে গিয়েছে’।
বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আপাতত আমি নিজের সঙ্গে নিজে থাকবো। যেমনটা রেলমন্ত্রক ছাড়ার পর ছিলাম। আমার জন্য দেশ বড়। গোটা বিশ্ব এখন ভারতক দেখছে। তার মধ্যে সারাদিন রাজনীতির ময়দানে যে ভাবে গালাগালি দেওয়া হচ্ছে এভাবে দেশ চলে না। ইস্তফা দিয়ে অনেকটা হালকা লাগছে’।
অন্যদিকে সূত্র মারফত খবর, আজই বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। গুজরাটের কোন একটি আসন থেকে রাজ্যসভার প্রার্থী করা হতে পারে তাকে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স