

বাংলা হান্ট ডেস্ক; নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিলো বামফ্রন্ট । রাজ্যের সর্বত্র ধিক্কার দিবস পালিত হবে। বামেদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাল কংগ্রেসও। সাধারণ মানুষকে বন্ধ সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শূন্যপদ পূরণ, সকলের জন্য খাদ্য, শিক্ষা-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযানের ডাক দেয। অভিযানের শুরুতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বাধর বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। পুলিশের কড়া নজরদারি এড়িয়ে আচমকা একেবারে নবান্নের সামনে চলে আসেন সিপিএম বিধায়ক তথা বাম ছাত্র নেতা ইব্রাহিম আলি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে তাঁদের আটকান। ইব্রাহিম-সহ ৫ জনকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। তখনও উঁচু গলায় স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ওঠে ‘খেলা হবে’ স্লোগানও।
পাশাপাশি বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধর্মতলাতেও ধুন্ধুমার বাঁধে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরণি ধরে নবান্নর দিকে বাম যুবারা মিছিল করে এগোতে গেলে ধর্মতলায় ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে জলকামান, টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এর পর বাম যুবারা মৌলালি মোড়ে অবরোধ শুরু করলেও সেখানেও লাঠি চালায় পুলিশ। লাঠির আঘাতে গুরুতর জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৪৪ ধারা জারি থাকলেও, তা অমান্য করে সিধু-কানু-ডহরে ঢুকে পড়েন কয়েকজন ছাত্র ও যুব। আন্দোলনকারীদের শক্তি দেখে কার্যত বিভ্রান্ত পুলিশও।

অন্যদিকে পুলিশের এই ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত বাম নেতৃত্ব। তাদের দাবি পুলিশ তাদের কর্মীদের নির্মমভাবে মারধর করেছে। এটা কেন হবে? এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিলো বামফ্রন্ট।

এই ঘটনায় সিপিএম নেতা সুজনবাবু বলেন, “বাম ছাত্র যুবরা ন্যায্য দাবি তুলেছিল। তারা বলেছিল যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন। সেটাই প্রমাণ করল পুলিশ। দিল্লিতে পেরেক পুঁতে একদিকে কৃষকদের রোখার চেষ্টা চলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছাত্র-যুবদের ওপর লাঠি চালাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করি।”
তিনি আরো বলে, ” রাজ্য বামফ্রন্ট আগামিকাল রাজ্যের সর্বত্র ধিক্কার দিবস পালন ও ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। এই হরতাল সফল করতে উদ্যোগ গ্রহণ করুন।”

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স