বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ধর্মতলা, লাঠিচার্জ পুলিশের! প্রতিবাদে বাংলা বন্ধের ডাক বামেদের - Bangla Hunt

বামেদের নবান্ন অভিযানে ধুন্ধুমার ধর্মতলা, লাঠিচার্জ পুলিশের! প্রতিবাদে বাংলা বন্ধের ডাক বামেদের

By Bangla Hunt Desk - February 11, 2021

বাংলা হান্ট ডেস্ক; নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টা বাংলা বন্‌ধের ডাক দিলো বামফ্রন্ট । রাজ্যের সর্বত্র ধিক্কার দিবস পালিত হবে। বামেদের এই প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন জানাল কংগ্রেসও। সাধারণ মানুষকে বন্‌ধ সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।

শূন্যপদ পূরণ, সকলের জন্য খাদ্য, শিক্ষা-সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযানের ডাক দেয। অভিযানের শুরুতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তি বাধর বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের। পুলিশের কড়া নজরদারি এড়িয়ে আচমকা একেবারে নবান্নের সামনে চলে আসেন সিপিএম বিধায়ক তথা বাম ছাত্র নেতা ইব্রাহিম আলি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হয়ে তাঁদের আটকান। ইব্রাহিম-সহ ৫ জনকে টেনেহিঁচড়ে পুলিশের ভ্যানে তোলা হয়। তখনও উঁচু গলায় স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ওঠে ‘খেলা হবে’ স্লোগানও।

পাশাপাশি বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধর্মতলাতেও ধুন্ধুমার বাঁধে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরণি ধরে নবান্নর দিকে বাম যুবারা মিছিল করে এগোতে গেলে ধর্মতলায় ব্যারিকেড করে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙতে গেলে জলকামান, টিয়ার গ্যাস ব্যবহার করা হয়। এর পর বাম যুবারা মৌলালি মোড়ে অবরোধ শুরু করলেও সেখানেও লাঠি চালায় পুলিশ। লাঠির আঘাতে গুরুতর জখমদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১৪৪ ধারা জারি থাকলেও, তা অমান্য করে সিধু-কানু-ডহরে ঢুকে পড়েন কয়েকজন ছাত্র ও যুব। আন্দোলনকারীদের শক্তি দেখে কার্যত বিভ্রান্ত পুলিশও।

অন্যদিকে পুলিশের এই ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত বাম নেতৃত্ব। তাদের দাবি পুলিশ তাদের কর্মীদের নির্মমভাবে মারধর করেছে। এটা কেন হবে? এই ঘটনার প্রতিবাদে আগামীকাল ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিলো বামফ্রন্ট।

এই ঘটনায় সিপিএম নেতা সুজনবাবু বলেন, “বাম ছাত্র যুবরা ন্যায্য দাবি তুলেছিল। তারা বলেছিল যাহা নবান্ন তাহাই ছাপ্পান্ন। সেটাই প্রমাণ করল পুলিশ। দিল্লিতে পেরেক পুঁতে একদিকে কৃষকদের রোখার চেষ্টা চলছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ছাত্র-যুবদের ওপর লাঠি চালাচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করি।”

তিনি আরো বলে, ” রাজ‍্য বামফ্রন্ট আগামিকাল রাজ‍্যের সর্বত্র ধিক্কার দিবস পালন ও ১২ ঘন্টার হরতালের ডাক দিয়েছে‌। এই হরতাল সফল করতে উদ‍্যোগ গ্রহণ করুন‌।”
 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর