কাঁচরাপাড়া পুরসভার উদ্যোগে পাট্টা প্রদান, খুশি বাসিন্দারা - Bangla Hunt

কাঁচরাপাড়া পুরসভার উদ্যোগে পাট্টা প্রদান, খুশি বাসিন্দারা

By Bangla Hunt Desk - February 09, 2021

আজ কাঁচরাপাড়া পুরসভার উদ্যোগে পাট্টা প্রদান করা হলো। কাঁচরাপাড়া ৪ নম্বর ওয়ার্ডের প্রগতি পল্লীর ৫৪ জন উদ্বাস্তুকে পাট্টা প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্থানীয় লিচুবাগান অঞ্চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভা পুর-প্রশাসক সুদামা রায়। পুর-প্রশাসক কমিটির সদস্য মাখন সিনহা, অশোক মন্ডল ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটরা। এছাড়া বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীজপুরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ‘শুবোন্দু অধিকারী’। পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের হাতে পাট্টার সাথে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। পাট্টা পেয়ে স্বভাবতই খুশি উদ্বাস্তু পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বিজপুরে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকার করে জানান, ‘ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, এই পাট্টা প্রদান তারই প্রমাণ’।

পুর-প্রশাসক সুদামা রায় বলেন, মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কাজ চলছে। মানুষকে তার জমির অধিকার ফিরিয়ে দিতে পরে আমি গর্বিত। আগামী দিনেও এই কাজ চলবে। আরো চার-পাঁচ হাজার মানুষ পাট্টা পাবেন’।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর