তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত মেমারি থানার কেজা এলাকা - Bangla Hunt

তৃণমূল-বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত মেমারি থানার কেজা এলাকা

By Bangla Hunt Desk - February 08, 2021

তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ তেতে উঠল মেমারীর থানার কেজাগ্রাম। সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশকয়েক জন। গতকাল বিকালে বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য্য নেতৃত্বে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের কেজা গ্রামে মিছিলের আয়োজন করা হয়। তারা দাবি করেন, তাদের মিছিল পুলিশের অনুমতি নিয়েই যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ঠিক সেই সময় অপর দিক থেকে আসা তৃণমূলের মিছিলের সামনাসামনি হয়। এই সময় একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। বচসা থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। তৃণমূলের অভিযোগ রড, লাঠি দিয়ে উদ্দেশ্যে প্রনদিত ভাবে তাদের ওপর বিজেপি আক্রমণ করে। সংঘর্ষে তৃণমূলের আমাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বনমালী হাজরা ও ছেলে শান্তনু হাজরা সহ আট জন আহত হয়। শান্তনু হাজরার মাথা ফেটে যায় লাঠির আঘাতে।

মেমারি ১ ব্লক সভাপতি মধুসূদন ভট্টাচার্য বলেন, বিজেপি নেতা ভিষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে এই ঘটনা ঘটে। ভিষ্মদেব ভট্টাচার্য সহ ৪জনের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতা ভিষ্মদেব ভট্টাচার্য বলেন পুলিশি অনুমতি তেই আমরা কর্মসূচি অনুযায়ী মিছিল করছিলাম। কিন্তু প্রশাসনের উপস্থিতি তে কেন অনুমতি ছাড়াই কেন সাশকদল এক ই স্থানে মিছিল করে। যদিও তিনি বলেন, বিজেপি কোন আক্রমন করেনি। ওরা মিথ্যে অভিযোগ করছে। বরং তৃণমূল বিজেপির মিছিলে হামলা চালায়। আর তা প্রতিরোধ করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। বিধানসভা ভোটের দিনক্ষণ স্থির হওয়ার আগেই শাসক ও বিরোধীদের এই সংঘর্ষ সাধারণ মানুষের মনে যথেষ্ট চিন্তা ও ভয়ের কারণ হয়ে উঠেছে এবং রাজ্যে নির্বাচন কমিশন শক্ত হাতে কতটা এর মোকাবেলা করতে পারে সেটাই এখন বড় প্রশ্ন।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর