কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল বালুরঘাট জেলা কংগ্রেস - Bangla Hunt

কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল বালুরঘাট জেলা কংগ্রেস

By Bangla Hunt Desk - February 03, 2021

বালুরঘাট ; কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহার ও আন্দোলনরত কৃষকদের সমর্থন জানিয়ে আজ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে সত্যাগ্রহের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করল জেলা কংগ্রেস।

বুধবার সকাল দশটা থেকে বালুরঘাটের জেলা শাসকের দপ্তরের সামনের রাস্তায় তাদের এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তাদের নেতা কর্মী ও সমর্থকেরা প্রথমে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তা মিছিল সহ পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরের বিপরীতে জেলা মিউজিউমের সামনে তাদের দলিয় সমাবেশ মঞ্চের সামনে সমবেত হন।

এরপরেই মঞ্চ থেকে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রের নয়া কৃষি বিলের প্রতি তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি কেন্দ্রের এই কালা কানুন বাতিলের দাবিতে আন্দোলন রত কৃষকদের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার আশ্বাস জানিয়ে তাদের প্রতি কেন্দ্রের দমনপীড়ন নীতির তীব্র বিরোধীতা করেন।

জেলা কংগ্রেস নেতারা এক এক করে তাদের ভাষনে কেন্দ্রের আনা এই কালা কৃষি বিলের তিনটি বিষয়ের উপর এক এক করে বিশ্লেষন করে বলেন এই বিল চালু হলে দেশের কৃষকরা যেমন তাদের নায্য ফসলের দাম পাবেন না।তার জন্য যেমন তারা আর চাষবাসে উৎসাহ হারিয়ে আর জমি চাষ করে ফসল উৎপাদিত করতে উৎসাহীবোধ করবেন না।পাশাপাশি এর ফলে দেশের মানুষকে অভুক্ত পেটে দিন কাটাতে হবে বলে তারা তাদের বক্তব্যে বার বার উপস্থিত জনগন ও কর্মী সমর্থকদের সামনে তুলে ধরেন।তাদের প্রত্যেকের বক্তব্য এই বিলের ফলে কৃষকদের তো কোন উন্নয়ন হবে না। উন্নয়ন হবে দেশের আম্বানী, আদানীর মত শিল্পপতিরা। তাই জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশের কৃষকদের বাঁচাতে ও দেশের মানুষ যাতে অভুক্ত না থাকে তার দাবিতে অবিলম্বে এই কালা কৃষি আইন বাতিল কেন্দ্রকে করতে হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর