বিজেপিতে যোগদিলেন খড়কুটো'র বাবিন, দলীয় পতাকা হাতে তুলে দিলেন দিলীপ ঘোষ - Bangla Hunt

বিজেপিতে যোগদিলেন খড়কুটো’র বাবিন, দলীয় পতাকা হাতে তুলে দিলেন দিলীপ ঘোষ

By Bangla Hunt Desk - January 30, 2021

বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায়। বর্তমানে স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’র বিঞ্জানীর চরিত্রে (বাবিন) অভিনয় করছেন তিনি।৷ শুক্রবার রাজ্য বিজেপির সদর দপ্তরে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।

হঠাৎ করে বিজেপিতে যোগদান কেনো?

এবিষয়ে কৌশিক জানান, “হঠাৎও নয়, আবার একই সঙ্গে পূর্ব-পরিকল্পিত তেমনটাও বলব না। আমার মনে হল, রাজনীতি করার যখন আমার ইচ্ছে রয়েছে, তখন এই সময়টা ভাল।”

টেলিভিশনের পর্দায় কৌশিক রায় অত্যন্ত জনপ্রিয়। বর্তমানে ‘স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’য় অভিনয় করেন তিনি। ধারাবাহিকের প্রধান চরিত্র বিজ্ঞানী সৌজন্য মুখোপাধ্যায়ের ওরফে ‘বাবিনের’ ভূমিকায় অভিনয় করছেন কৌশিক রায়। তাঁর বিপরীতে গুনগুনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী তৃণা সাহা। এর আগে ‘ফাগুন বউ’, ‘ইস্টিকুটুম’-এর মতো ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন কৌশিক। তবে এবার আর টেলিভিশনের পর্দায় নয়, রাজনীতিতে দেখা যাবে তাঁকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর