হাওড়া সহ বাকি ১১১টি পুরসভায় দ্রুত নির্বাচনের নির্দেশ হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্যের - Bangla Hunt

হাওড়া সহ বাকি ১১১টি পুরসভায় দ্রুত নির্বাচনের নির্দেশ হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্যের

By Bangla Hunt Desk - January 29, 2021

বাংলা হান্ট ডেস্ক; কলকাতা হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়েছে আগেই। করোনা সংক্রমণ থাকায় এতদিন নির্বাচন হয়নি। তাই অবিলম্বে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে রাজ্যের ১১১টি পুরসভায় নির্বাচন করানোর নির্দেশ দিলো কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। সিপিএমের দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। ফলে রাজ্যে ১১১টি পুরসভায় নির্বাচন করানোর জন্য চাপ বাড়ল রাজ্য সরকারের।

রাজ্যে বিরোধী দলগুলির দ্রুত ভোট করার দাবি, অন্যদিকে করোনা পরিস্থিতিতে ভোট না করার গড়িমসি। এসবের মাঝে হাওড়া পৌরসভায় দ্রুত ভোট করানোর দাবিতে হাওড়া সিপিএম জেলা কমেটির তরফে একটি জনস্বার্থ মামলা করা হয়। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার সেই মামলার রায়ে দান করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ।

সেই মামলার রায়ে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, অবিলম্বে সমস্ত প্রয়োজনীয় কাজ শেষ করে হাওড়া পুরনিগমে নির্বাচন করাতে হবে রাজ্য সরকারকে। তবে সেজন্য কোনও সময়সীমা দেয়নি আদালত।

সিপিএমের দাবি, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এলাকায় উন্নয়ন থমকে রয়েছে। পুর পরিষেবাও মিলছে না ঠিক মতো। সব থেকে বড় কথা, সাধারণ মানুষ অভিযোগ জানানোর জায়গা পাচ্ছেন না। অথচ এব্যাপারে নির্লিপ্ত রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।

অন্যদিকে রাজ্যের বিভিন্ন পুরসভায় পুরভোট বকেয়া থাকায় তৃণমূলকে বিঁধেছে বিজেপি। তাদের দাবি, ভোট হলে পরাজয় আসন্ন একথা জেনে নির্বাচন করাতে চাইছে না রাজ্য সরকার। বদলে প্রশাসক বসিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছে তারা। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর