দেবী শেঠি ও অশ্বিন মেহতার উপস্থিতিতে বসল আরও দুটি স্টেন্ট, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী - Bangla Hunt

দেবী শেঠি ও অশ্বিন মেহতার উপস্থিতিতে বসল আরও দুটি স্টেন্ট, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

By Bangla Hunt Desk - January 28, 2021

সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে বসানো হল আরও ২টি স্টেন্ট। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক দেবী শেঠি ও চিকিৎসক অশ্বিন মেহেতার উপস্থিতিতে প্রক্রিয়া সম্পূর্ণ হয়। সৌরভের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের শারীরিক পরীক্ষার ফল মোটের ওপর স্বাভাবিক। তাঁর অবস্থা স্থিতিশীল। স্টেন্ট বসানোর পর কয়েকদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে। তার পর বাড়ি যেতে পারবেন তিনি।

জানুয়ারি মৃদু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর জানা যায় সৌরভের হৃদযন্ত্রে ৩টি ধমনীতে ব্লকেজ রয়েছে। এর পর একটি ধমনীতে স্টেন্ট বসান চিকিৎসকরা। বাকি ২টি ধমনীতে পরে স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছিল। সেই প্রক্রিয়াই শেষ হল বৃহস্পতিবার। সৌরভের হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রক্রিয়া তত্ত্বাবধান করতে সকালেই কলকাতায় পৌঁছন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। পরে দেবী শেঠি, অশ্বিন মেহতার, আফতাব খান, চিকিৎসক সপ্তর্ষি বসু ও চিকিৎসক স্বরোজ মণ্ডলের উপস্থিতিতে বসে আরও দুটি স্টেন্ট।

এদিকে সৌরভের অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ ছড়ায় তার ভক্তদের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকালে হাসপাতালে যান সৌরভকে দেখতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর