ট্রাক্টর র‍্যালি ঘিরে ধুমধুমার দিল্লি, কৃষক-পুলিশের ব্যাপক সংঘর্ষ - Bangla Hunt

ট্রাক্টর র‍্যালি ঘিরে ধুমধুমার দিল্লি, কৃষক-পুলিশের ব্যাপক সংঘর্ষ

By Bangla Hunt Desk - January 26, 2021

দিল্লি; প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‍্যালি ঘিরে ধুন্ধুমার দিল্লি। কুচকাওয়াজের আগেই ব্যারিকেড ভেঙে শুরু হয় ট্র্যাক্টর মিছিল। একদিকে চলছে ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। অন্যদিকে পূর্বনিধারিত সূচীর আগেই সকাল সাড়ে ৮ টা নাগাদ সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা। ভাঙচুর চালানো হয়েছে একাধিক বাসেও।

ট্র্যাক্টর মিছিলের জন্য নির্দিষ্ট রুটের অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। ওই সব রুটে ব্যাপক পুলিশি নিরাপত্তার পাশাপাশি ব্যারিকেড তৈরি করে রেখেছিল পুলিশ। কিন্তু প্রতিবাদী কৃষকদের একটি দল সেই রুট এড়িয়ে পৌঁছে যায় আইটিও চত্বরে। সেখানে পৌঁছতেই তাঁদের বাধা দেওয়া হয়, তাতেই শুরু হয় কৃষক-পুলিশ খণ্ডযুদ্ধ। হাতাহাতি, সংঘর্ষে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধ্য হয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটায়। মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। কিন্তু তার পরেও দীর্ঘক্ষণ আইটিও চত্বরে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কৃষকরা। দুপুরের দিকে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

এই সময় কার্যত গোটা দিল্লির দখল নিয়ে ফেললেন আন্দোলনকারীরা । বেপরোয়া ভাবে ট্র্যাক্টর চালিয়ে পুলিশকর্মীদের চাপা দেওয়ার চেষ্টা করেন দুই কৃষক। পুলিশকর্মীরাও দৌড়ে প্রাণরক্ষার চেষ্টা করেন। যদিও তাতে কেউ হতাহত হননি।

বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধরের অভিযোগও উঠেছে কৃষকদের বিরুদ্ধে। কিছু পুলিশকর্মী আহত হয়েছেন। এই চত্বরে রাস্তার উপর বাস দাঁড় করিয়ে ব্যারিকেড তৈরি করেছিল দিল্লি পুলিশ। সেই বাসগুলির কয়েকটিতে ভাঙচুর চালান কৃষকরা।

আন্দোলনের পতাকা উড়িয়ে অবশেষে লালকেল্লায় পৌঁছায় কৃষকেরা। কোনো কিছুই আটকাতে পারেনি তাঁদের। রণক্ষেত্রের চেহারা নাংলোই এলাকাও। তার মধ্যেই নজিরবিহীন ছবি দেখা গেল লাককেল্লায়। পুলিশের বাধা পেরিয়ে দুপুরের দিকে এক দল কৃষক ঢুকে পড়েন লালকেল্লা চত্বরে। পুরো চত্বর চলে যায় আন্দোলনকারীদের দখলে। চলতে থাকে স্লোগান। তাঁরা পৌঁছে যান লালকেল্লায় জাতীয় পতাকার কাছাকাছি। গম্বুজের মাথায় জাতীয় পতাকা উড়ছিল। নীচে পোঁতা ছিল আরও একটি পাইপ। সেই পাইপ বেয়ে উঠে সংগঠনের পতাকা টাঙিয়ে দেন এক জন। লালকেল্লার গম্বুজের উপরেও উঠে পড়েন অনেকে।
সংঘর্ষ, কাঁদানে গ্যাস কিছুতেই তাঁদের নিয়ন্ত্রণে আনতে পারলো না পুলিশ। তিন সীমানার ব্যারিকেট ভেঙ্গে পুলিশের ঘোষিত পথে গেল না ট্যাক্টর মিছিল। মিছিলের মধ্যে থেকেই আওয়াজ উঠল ‘অকুপাই দিল্লি’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর