

বাংলা হান্ট ডেস্ক; একুশে বিধানসভা ভোটের আগে নেতাজির জন্মদিনে কলকাতার রাজপথে হেঁটে মোদী সরকারকে তীব্র ভাষায় নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির পাশাপাশি কলকাতা-সহ দেশের ৪ শহরকে রাজধানী করার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নেতাজির পরিকল্পিত যোজনা কমিশন কেন তুলে দেওয়া হল, সে নিয়েও এদিন রেড রোড থেকে আরও একবার প্রশ্ন তুলেছেন মমতা।

শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে শাঁখ বাজিয়ে নেতাজি-স্মরণের পর মিছিলে করে রেড রোডের অনুষ্ঠান মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা দাবি তোলেন, ‘শুধু দিল্লিই কেন দেশের রাজধানী হবে? কলকাতাকেও ভারতের রাজধানী করা হোক। দেশের ৪ শহরকে ঘুরিয়ে ঘুরিয়ে রাজধানী করা হোক। দক্ষিণ, পূর্ব, উত্তর, উত্তর-পূর্বে একটা করে রাজধানী করা হোক। সংসদের ৪ অধিবেশন ৪ জায়গায় করা উচিত’। পাশাপাশি আরও একবার নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবিও জানান মমতা।

নাম না করে নরেন্দ্র মোদী এবং বিজপি সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ‘ওয়ান লিডার, ওয়ান নেশান, ওয়ান পলিটিক্যাল পার্টি ওয়ান নেশন চলছে। হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন? ‘ তিনি বলেন, ‘যোজনা কমিশন রেখে নীতি আয়োগ করা যেত। ১৪ হাজার কোটি টাকা দিয়ে আপনারা সংসদ তৈরি করছেন, যার এখনই কোনও প্রয়োজন ছিল না। অথচ, একবারও তো বলেননি আজাদ হিন্দ ফৌজ নিয়ে সৌধ করা উচিত। আমরা দেখিয়ে দেব কী করে করা যায়’।
এরপর নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের নামে বাংলায় মনুমেন্ট করবেন বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তার কথায় ইতিহাস নতুন করে লেখা যায় না, ইতিহাস পর্যালোচনা করতে হয়। নেতাজি নামে ইলিউশন আছে, ভিশন আছে, প্রমোশন আছে। মনে রাখবেন অ্যাকশান উল্টোপাল্টা হলে রিএকশনও হবে।”

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স