বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান, রাজ্যপার্টি অফিসে ভাঙচুর-গাড়িতে আগুন - Bangla Hunt

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত বর্ধমান, রাজ্যপার্টি অফিসে ভাঙচুর-গাড়িতে আগুন

By Bangla Hunt Desk - January 21, 2021

বাংলা হান্ট ডেক্স ; বিজেপির গোষ্ঠীকোন্দলে বর্ধমানে তুমুল অশান্তি, রীতিমতো রণক্ষেত্র এলাকা। বিজেপির জেলা কার্যালয় দফতর ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপিরই একাংশের বিরুদ্ধে। অভিযোগ, দলে পুরনোরা আর কোনও গুরুত্ব পাচ্ছে না। এমনকী জেলার নেতাদের বিরুদ্ধেও গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে জেলা কার্যলয়ে আগুন, ভাঙচুরের অভিযোগ উঠল। আগুন জ্বালানো হল রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

সূত্রের খবর, বর্ধমান সদর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ নন্দীর অপসারণের দাবিতে সরব বিজেপির একটি গোষ্ঠী। তাঁদের অভিযোগ, বর্ধমান সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উদ্বোধন করা দলীয় কার্যালয়ে অনৈতিক কাজ হচ্ছে। সেই অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ওই দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির পুরনো কর্মীরা। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অভিযোগ, নতুন কর্মীরা ওই দলীয় কার্যালয়ের ছাদ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে। বিক্ষোভকারীরাও পালটা ইট ছুঁড়তে থাকে। ভেঙে যায় পার্টি অফিসের জানলা। দলীয় কার্যালয় সংলগ্ন জিটি রোডে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাস্তার উপরে দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান (Burdwan) থানার বিশাল পুলিশবাহিনী। লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেওয়া হয়। দমকল অগ্নিকাণ্ড সামাল দেয়।

শুধু বর্ধমানেই নয়, বিজেপির আদি বনাম নব্যের সংঘাতে উত্তেজনা ছড়াল আসানসোলেও। আর তা হল, অরবিন্দ মেনন, বাবুল সুপ্রিয়ের মতো নেতাদের সামনেই। অভিযোগ সেই এক। পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না দলে। এমনকী বিক্ষোভ দেখাতে নামিয়ে দেওয়া হল পার্টি অফিসের লোহার শাটারও। যদিও কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বলেছেন, ক্ষোভ প্রশমণ করা হবে। দলীয় পদে থাকবেন যোগ্যরাই। কিন্তু একের পর এক ঘটনায় যেভাবে বিজেপির গোষ্ঠীকোন্দল সামনে আসছে, তাতে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের।

স্থানীয় তৃণমূল নেতৃত্বে বক্তব্য, বিজেপির একাংশই বিজেপির জেলা কার্যালয় দফতরে ভাঙচুর করেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি গুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। নব্য পুরানো বিজেপির দ্বন্দ। পুরোনো বিজেপিরা দলে গুরুত্ব পাচ্ছেনা। এলাকার মানুষ দেখেছেন কী ভাবে ওরা নিজেদের মধ্যে মারপিট করছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর