'নন্দীগ্রামে হাফ-লাখ ভোটে মমতাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো, ' মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর - Bangla Hunt

‘নন্দীগ্রামে হাফ-লাখ ভোটে মমতাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবো, ‘ মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

By Bangla Hunt Desk - January 18, 2021

বাংলা হান্ট ডেস্ক; তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। আজই নন্দীগ্রামে ভোটে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পাল্টা এবার শুভেন্দুর তোপ, “নন্দীগ্রামে হাফ-লাখ ভোটে মমতাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।” মমতার খাস তালুকে দাঁড়িয়ে এমনটাই বললেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামকে নিজের ‘লাকি জায়গা’ বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ‘লাকি জায়গা’তেই প্রার্থী হতে চান তিনি। সে কথা ঘোষণাও করেছেন। মমতা বলেছেন, ‘আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়! একটু ইচ্ছে হল। একটু গ্রামীণ জায়গা। আমার মনের জায়গা।’ মমতার এই ঘোষণার কয়েক ঘণ্টা বাদেই দক্ষিণ কলকাতায় তাঁর গড়ে দাঁড়িয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। এ দিন টালিগঞ্জ থেকে রাসবিহারী রোড শোয়ের পর সভায় তিনি বলেন,’নন্দীগ্রামে আপনি দাঁড়াতেই পারেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোনও মিটিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, কে কোথায় দাঁড়াবেন সভা থেকে বলা যায় না। এটাই তফাৎ। আপনি দাঁড়ান। পদ্মফুলটা আমাকে দিন বা আর যাঁকে দিন হাফ লাখ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।’ 


           
একইসঙ্গে তৃণমূল নেত্রীকে বিঁধে এদিন শুভেন্দু বলেছেন, ‘আজ যে ওখানে সভাটা হয়েছে, সেটা হায়দরাবাদের একটা পার্টির মতো সভা হয়েছে’। অন্যদিকে, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে এদিন দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায় ধুন্ধুমার কাণ্ড ঘটে। মিছিলে হামলার অভিয়োগ উঠল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের বিরুদ্ধে। রাস্তার দু’পাশ মিছিল লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। এই হামলার জন্য রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে গেরুয়া শিবির। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা অরূপ বিশ্বাস

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর