যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায় - Bangla Hunt

যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায়

By Bangla Hunt Desk - January 11, 2021

বালুরঘাট ; কচুরিপানা ভরা ডোবা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য ছড়ালো এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তপন থানার মনোহলি এলাকায়। খবর পেয়ে তপন থানার ওসি সৎকার স্যাংবোরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিলন বিশ্বাস। তাঁর বাড়ি তপন থানার হারদিঘি নবাবনগর এলাকায়। তবে তাঁর বাইকটি আমতলি ঘাটে থাকলেও মনোহলি এলাকায় কিভাবে মৃতদেহ উদ্ধার হল তা নিয়ে প্রশ্ন উঠছে স্থানিও বাসিন্দাদের মধ্যে। যদিও পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিত্রটা পরিষ্কার বোঝা সম্ভব হবে খুন না আত্ম্যহত্যা।

পুলিশ ও স্থানিও সুত্রে জানা গিয়েছে, মৃত যুবক পেশায় একজন মাছ বিক্রেতা ছিলেন। প্রতিদিন ভোরে তিনি গঙ্গারামপুর থেকে পাইকারি মাছ কিনে এলাকায় বিক্রি করেন। প্রতিদিনের মতো এদিন ভোরেও তিনি বাইকে করে মাছ কেনার জন্য বাড়ি থেকে গজ্ঞারামপুরের উদ্দেশ্যে বের হন। তারপর থেকে সময় পেরিয়ে গেলেও তার মোবাইল ফোন অফ থাকার কারণে স্থানীয়রা তার খোঁজ চালাতে শুরু করেন। পরবর্তীতে কালে কিছুক্ষণ পর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে মনোহলি এলাকায় কচুরিপানায় ভর্তি একটি ডোবায় মৃতদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।এরপরেই খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে।ওই ব্যক্তির মৃতদেহ শনাক্ত করে তার পরিচিতরা। জানা গেছে ওই মৃতের সঙ্গে বেশ কয়েক হাজার টাকা ছিল যা খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি তার গলায় থাকা সোনার চেন ও উধাও বলে তার এক প্রতিবেশী জানিয়েছেন। মৃত মিলন বিশ্বাসের প্রতিবেশী তথা স্থানীয় বুথ কমিটির তৃনমূলের সভাপতি জ্যোতিষ দাস জানিয়েছেন যে এই ঘটনাটি রাজনৈতিক হত্যা কিংবা মৃতের কাছে থাকা টাকা এবং সোনার চেন লুঠের উদ্দেশ্য খুন করা হতে পারে। পাশাপাশি মৃতের বাবার একটি রাজনৈতিক পরিচয় থাকায় এই ঘটনায় রাজনৈতিক হত্যার অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৃতের প্রতিবেশী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি জ্যোতিষ দাস অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর