সিরিয়ায় ISIS-এর একাধিক ঘাঁটিতে বিমান হানা, ধূলিস্যাত্ একাধিক জঙ্গি ঘাঁটি - Bangla Hunt

সিরিয়ায় ISIS-এর একাধিক ঘাঁটিতে বিমান হানা, ধূলিস্যাত্ একাধিক জঙ্গি ঘাঁটি

By Bangla Hunt Desk - January 10, 2021

বাংলা হান্ট ডেস্ক ; সিরিয়ায় পর পর বিমান হানা। একবার দুবার নয়, গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হানা সিরিয়ায়। গুঁড়িয়ে দেওয়া হল একাধিক জঙ্গি ঘাঁটি। এখনও পর্যন্ত ১২ জন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। Syrian Observatory for Human Rights জানিয়েছে, ISIS-এর একাধিক ঘাঁটিতে রুশ বিমান হামলা চালিয়েছে। আইএসআইএস-এর জঙ্গিরা সিরিয়া সেনার একাধিক ঘাঁটি দখলে রেখেছিল। সেইসব ঘাঁটিগুলিকে জঙ্গিমুক্ত করতেই এই বিমান হানা বলে মনে করা হচ্ছে। 

জানা গিয়েছে, সিরিয়ার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় সেনার উপর হামলা করেছিল আইসিস জঙ্গিরা। একের পর এক এলাকা দখল করেছিল তারা। এবার সেই সব এলাকা জঙ্গিমুক্ত করতে রুশি বিমান হামল চালিয়েছে। বিমান হানায় একাধিক জঙ্গি ঘাঁটি কার্যত ধূলিস্যাত্ হয়েছে। বিমান হানার পর থেকেই সেনা ঘাঁটিগুলি ছেড়ে পালাতে শুরু করে আইসিস জঙ্গিরা। Syrian Observatory for Human Rights-এর তরফে জানানো হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ১৩০ বার বিমান হানা হয়েছে। সিরিয়ার সেনাও একাধিক জঙ্গি ঘাঁটিতে হামলা করেছে। সিরিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ১৯ জন সেনা জওয়ানের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর