

বাংলা হাট ডেস্ক; দেশ জুড়ে করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর তৃতীয় তথা শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এবার তান মধ্যেই শোনা গেল অস্বস্তির খবর। এবার করোনা কোভ্যাক্সিন নেওয়ার ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হল ভোপালের এক স্বেচ্ছাসেবকের। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ (ক্লিনিক্যাল ট্রায়াল)-এ অংশ নিয়েছিলেন ৪২ বছরের ওই যুবক। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মনে করা হচ্ছে, ওই যুবকের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আরও সুনির্দিষ্ট কারণ জানা যেতে পারে। তবে ভারত বায়োটেকের দাবি, এই মৃত্যুর সঙ্গে টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।

দেশজুড়ে বেশ কয়েকটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে করোনা টিকার তৃতীয় তথা শেষ ধাপে ক্লিনিকাল ট্রায়াল ট্রায়াল চলছে। তার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশের পিপলস মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালেই করোনা টিকা নিয়েছিলেন ৪২ বছরের দীপক মরাবি। কর্তৃপক্ষ জানিয়েছেন, গত বছরের ১২ ডিসেম্বর স্বেচ্ছায় টিকা নেন ভোপালের যুবক দীপক মরাবি। তার পর ২১ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর।

ভারত বায়োটেকের দাবি, এই মৃত্যুর সঙ্গে টিকার কোনও সম্পর্ক নেই। বিভিন্ন সংবাদমাধ্যমে সংস্থার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, “টিকা নেওয়ার ৯ দিন পর ওই স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে এবং প্রাথমিক পর্যালোচনা থেকে বোঝা যাচ্ছে যে এই মৃত্যুর সঙ্গে পরীক্ষামূলক ভাবে দেওয়া ডোজের কোনও সম্পর্ক নেই।” যদিও এই ঘটনা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। তিনি ট্যুইট করে জানিয়েছেন ” ভিসেরা রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ জানা যাবে। তবে আমি নিশ্চিত টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই সেটা বোঝা যেত। এতদিন পর নয়। ”


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স