'তৃণমূল মানেই চাল চোর, ত্রিপল চোর,' কেন্দ্রীয় প্রকল্পও চুরি করেছে মমতা, অভিযোগ নাড্ডার - Bangla Hunt

‘তৃণমূল মানেই চাল চোর, ত্রিপল চোর,’ কেন্দ্রীয় প্রকল্পও চুরি করেছে মমতা, অভিযোগ নাড্ডার

By Bangla Hunt Desk - January 09, 2021

বাংলা হান্ট ডেস্ক ; ‘কিষাণ সুরক্ষা অভিযান’ কর্মসূচির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বললেন, তৃণমূল মানেই চাল চোর, ত্রিপল চোর । কোভিদ পরিস্থিতে চাল চুরি করেছে তৃণমূল। আমরা রেশন দিই, ওরা চুরি করে। কেন্দ্রীয় প্রকল্পের নামও চুরি করেছে মমতার সরকার । প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, সড়ক যোজনা । সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে করেছেন । কিন্তু নাম পালটে বাংলার মানুষের মন থেকে মোদিজির নাম মুছে ফেলা যাবে না ।” কাটোয়ার সভা থেকে মমতাকে চ্যালেঞ্জ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার ।

এদিন কাটোয়ায় পৌঁছে আগে স্থানীয় রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তার পর সেখান থেকে তিনি যান কাটোয়ার সভায়। ওই সভায় নাড্ডা সূচনা করেন বিজেপির কিষান সুরক্ষা কর্মসূচির। আর তার পর বক্তৃতা দিতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন।

আর এই সমালোচনা করতে গিয়ে তিনি ফের তুলে আনেন প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির কথা। ওই প্রকল্প বাংলায় চালু করতে না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে করছে বিজেপি। সম্প্রতি প্রকল্প বাংলায় চালু করার অনুমতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু এটা তিনি অনেক দেরিতে করলেন বলে নাড্ডার দাবি। তাঁর কথায়, “এখন আর মমতার প্রায়শ্চিত করে লাভ নেই। কারণ, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার আনতে বদ্ধ পরিকর।”

একই সঙ্গে মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, এই দুর্নীতির জন্যই এবার বাংলার মানুষ বিজেপিকে ভোট দেবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর