মন্ত্রিত্ব সহ তৃণমূলের সব পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা - Bangla Hunt

মন্ত্রিত্ব সহ তৃণমূলের সব পদ ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা

By Bangla Hunt Desk - January 05, 2021

বাংলা হান্ট ডেস্ক ; এবার মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্ণীরতন শুক্লা। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ক্রীড়া প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন লক্ষ্মীরতন। লক্ষ্ণীর পদত্যাগপত্র গ্রহণের জন্য রাজ্যপালের কাছে তাঁর ইস্তফা পত্র পাঠানো হয়েছে বলে নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু মন্ত্রিত্বই নয়, রাজনীতি থেকেও অব্যাহতি চেয়েছেন লক্ষ্মীরতন শুক্লা। দলের সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে দলীয় স্তরের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে সুব্রত বক্সী কে চিঠি দিয়েছেন তিনি। হাওড়া জেলা তৃণমূলের সভাপতি পদে দায়িত্বে ছিলেন লক্ষ্মীরতন শুক্লা। এদিন সেই পদও ছেড়ে দিয়েছেন প্রাক্তন এই ক্রিকেটার।

যদিও মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও বিধায়ক পদটি এখনই ছাড়ছেন না লক্ষ্মীরতন শুক্ল। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, কাজ করতে না দেওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত। ( সাড়ে ৪ বছরের মন্ত্রিত্বে একটিও ফাইল আসেনি, দেওয়া হয়নি কোনও প্রশাসনিক ক্ষমতা, ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক লক্ষ্মীরতন শুক্লা )

লক্ষ্মীরতনের এই সিদ্ধান্তে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌ভোটের দুই–তিনমাস আগে দলের দেওয়া দায়িত্ব ত্যাগ করেছেন তিনি। বাকিটা মানুষ দেখবেন।’‌ তাঁর প্রশ্ন, ‘‌ক্রীড়া জগতের তারকা লক্ষ্মীরতন শুক্লাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তাঁকে বিধায়ক করা হয়েছে, মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। আর কত দেবে?‌ কী চায় এঁরা?‌’‌

হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় বলেছেন, ‘‌এটা লক্ষ্মীর ব্যক্তিগত ব্যাপার। এখন দল সিদ্ধান্ত নেবে।’‌

যদিও তৃণমূলের অন্দরমহল খবর, অরূপ রায় ও লক্ষ্মীরতন শুক্লার মধ্যে বেশ কিছুদিন ধরেই নানা সমস্যা দেখা দিচ্ছিল। লক্ষ্মীরতনকে কাজ করতে না দেওয়ারও অভিযোগ ওঠে অরূপ রায়ের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অরূপ রায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর