আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব - Bangla Hunt

আগামী সপ্তাহ থেকে দেশজুড়ে শুরু হবে টিকাকরণ, জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

By Bangla Hunt Desk - January 05, 2021

বাংলা হান্ট ডেস্ক; আগামী সপ্তাহ থেকেই দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। আপাতত জরুরী ভিত্তিতে দেওয়া হবে এই ভ্যাকসিন। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। এদিন তিনি বলেন, আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে টিকাকরণ শুরু হবে।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব সাংবাদিক সম্মেলন করে জানান , আগামী ১০ দিনের মধ্যে দেশজুড়ে টিকাকরণ শুরু হবে। তবে এই টিকাকরণ হবে জরুরি ভিত্তিতেই। ড্রাই রানের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনকে। তিনি বলেন প্রথমদফায় ৩০ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা ও ভারত বায়োটেকের এমডি কৃষ্ণ এল্লা জানিয়েছেন, ‘উভয় সংস্থাই পরস্পরের কাজের প্রতি দুর্দান্তভাবে শ্রদ্ধাশীল এবং গত সপ্তাহের ভুল বোঝাবুঝি এখন অতীত। টিকার গুরুত্ব সম্পর্কে আমরা সচেতন। দেশ ও বিশ্ববাসীর জীবন রক্ষাই এখন সব থেকে বড় কাজ। টিকা এর জীবনদায়ী প্রতিষেধক যা অতিমারীর বিরুদ্ধে লড়াই করে গোটা বিশ্বকে রক্ষা করবে। এতেই স্বাস্থ্য সংকট কাটবে ও অর্থনীতি ফের চাঙ্গা হবে। আমরা আমাদের তৈরি টিকা যৌথভাবে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর