পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই, এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছে, বললেন সায়ন্তন বসু - Bangla Hunt

পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই, এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছে, বললেন সায়ন্তন বসু

By Bangla Hunt Desk - January 04, 2021

বালুরঘাট ; ১৪৪ ধারা উপেক্ষা করে সি এ এ বিলের প্রতি সমর্থন জানিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে মিছিল করার দায়ে পুলিশের দায়ের করা একটি মামলায় আজ বালুরঘাট আদালতে ব্যাক্তিগত ভাবে হাজির হয়ে জামিন নিল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। আদালত থেকে বেরিয়ে বলেন “পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই। এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চলাচ্ছে বলে, ” অভিযোগ করেন তিনি।

সোমবার দুপুরে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জেলা বিজেপির কয়েকজন নেতাকে নিয়ে সদলবলে বালুরঘাট জেলা আদালতে হাজির হন। বেলা দুটার সময় আদালত বসলে সায়ন্তন বসু বিচারকের সামনে হাজির হলে তার আইনজীবির মধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক তাকে ২০০ টাকা র ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

আদালত সুত্রে জানা গেছে ২০২০ সালের ১২ জানুয়ারী বালুরঘাটে ১৪৪ ধারা উপেক্ষা করে বিজেপি দলের পক্ষ থেকে সংসদে পাশ হওয়া সি এ এ বিলের প্রতি সমর্থন জানিয়ে একটি মিছিল বের করা হয়। অভিযোগ সেই মিছিল করবার জন্য আগাম কোন পুলিশের অনুমতি নেওয়া ছিল না। সেই দিনের মিছিলে সামিল হয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজরপির সভাপতি বিনয় বর্মন সহ জেলার অনান্য সদস্য ছাড়াও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। পুলিশ এদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রজু করলে স্থানিও সাংসদ ও জেলা বিজেপির সভাপতি ও আর ও কয়েকজন আদালতে হাজির হয়ে জামিন নিলেও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এতদিন জামিন নেন নি। আজ সেই মামলায় বালুরঘাট আদালতে সশরিরে হাজির হয়ে তিনি জামিন নেন বলে জানা গেছে।

এদিকে জামিন পাওয়ার পর বিজেপি দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানান ভারতীয় আইনের প্রতি ভরসা রয়েছে, বিজেপি দল বরাবরই আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই আইনের প্রতি সম্মান রেখেই তিনি আজ আদালতে হাজির হয়ে বিচারকের কাছে আইনজীবি মধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক ২০০ টাকার ব্যাক্তিগত জামিন মঞ্জুর করেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তার বিরুদ্ধে জেলার বুনিয়াদপুর আদালতে যে মামলা রয়েছে তিনি এখনও তাতে হাজির হন নি। তবে শিঘ্রই সেখানে হাজির হয়ে জামিন নেবেন বলে জানান।

অপরদিকে আদালতে আসার আগে জেলা বিজেপির কার্যালয়ে গতকাল মালদায় তাদের মিছিলের উপর তৃনমুল আশ্রিত দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানান রাজ্য জুড়েই তাদের উপর আক্রমন চলছে, এখন ও পর্যন্ত তাদের ১৩৫ জন সক্রিয় কাররযকর্তা ও কর্মী র প্রান গেছে। তিনি আর ও বলেন পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

দেখুন ভিডিও –

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর