প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরগ্য কামনা করে যজ্ঞ বালুরঘাট শহরে - Bangla Hunt

প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরগ্য কামনা করে যজ্ঞ বালুরঘাট শহরে

By Bangla Hunt Desk - January 02, 2021

বালুরঘাট ; প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞ অনুষ্ঠানের মধ্যমে প্রার্থনা জানালো বালুরঘাট শহরের সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন।

শনিবার রাত্রে বালুরঘাট শহরের একটি অভিযাত ক্লাবে সংলগ্ন মাঠে সৌরভ ফাউন্ডেশনের সদস্যরা তার দ্রুত আরোগ্য কামনায় এই যজ্ঞনুষ্ঠান অনুষ্ঠিত করে। এই যজ্ঞনুষ্ঠানে সৌরভ ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও জেলার বহু খেলওয়ার ও ক্রিড়া প্রেমী রা উপস্থিত থেকে অসুস্থ্ সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে।

প্রসঙ্গত দেশ ও রাজ্যের মধ্যে দক্ষিন দিনাজপুর জেলা ক্রিড়া সংস্থ্যার পক্ষ থেকে প্রথম সৌরভের একটি স্ট্যাচু তৈরি করে ও সৌরভকে নিয়ে এসেও তা স্টেডিয়ামে স্থাপন করে উঠতে পারেনি। সেই নিয়ে সৌরভ অনুরাগীদের মধ্যে একটা ক্ষোভের জন্ম দেয়। তারপরেই রাজ্যের মধ্যে প্রথম বালুরঘাট শহরে সৌরভ অনুরাগীরা সৌরভ ফাউন্ডেশন নাম দিয়ে একটি সংস্থ্যা খুলে ফেলে, ও জেলার বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে পরে। বিশেষ করে লকডাউনের সময় এই সংস্থ্যা অসাধারন সামাজিক কাজ করে জেলা ও রাজ্যের সবার সমাদর আদায় করে নেন।

আর আজ দুপুরের পরেই সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই বালুরঘাটের সৌরভ ফাউন্ডেশনের সদস্যরা তাদের আইকন সৌরভের খবরাখবর নিতে কলকাতায় যোগাযোগ করতে থাকে পরে বিকেলের দিকে তার শারিরিক পরিস্থিতি অনেকটাই ভাল জেনে কিছুটা আশ্বস্ত হয়ে সন্ধ্যায় তার পুরো সুস্থ্য হয়ে ওঠার জন্য যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে ফেলে। রাত্রে হিন্দুরীতি মেনে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে যজ্ঞানুষ্ঠানের মধ্যমে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর