নতুন বছর উদযাপন নয়, শহীদ কৃষকদের স্মরণ করছি, সিংঘু সীমান্তে জারি কৃষক আন্দোলন - Bangla Hunt

নতুন বছর উদযাপন নয়, শহীদ কৃষকদের স্মরণ করছি, সিংঘু সীমান্তে জারি কৃষক আন্দোলন

By Bangla Hunt Desk - January 01, 2021

বাংলা হান্ট ডেস্ক ; নতুন বছর উদযাপন নয়। বরং নতুন বছরে সরকার এই কালা কৃষি আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরো জোরদার করা হবে। এমনটাই জানালেন সিংঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা।

পাতিয়ালা থেকে আসা এক কৃষক কাশ্মীর সিং বলেন ” এবছর, নতুন বছরের কোন উদযাপনে নেই আমরা। সরকার এখনও কৃষি আইন প্রত্যাহার করেনি। এই আন্দোলন চলাকালীন ৪২ জন কৃষকের মৃত্যু আমরা আজকের দিনে স্মরণ করব।”

সিংঘু সীমান্তে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদের জায়গা দিয়ে কীর্তন নিয়ে বেরিয়েছিলেন ছয় সাত জন কৃষক। তারা সকলে জানিয়েছেন নতুন বছরে তারা তাদের পরিবারকে খুব মিস করছেন। কিন্তু সরকার কৃষি আইন প্রত্যাহার করেনি। তাই প্রতিবাদের মঞ্চ ছাড়বেন না কৃষকরা। বরং নতুন বছরে আরো কঠিন ভাবে কৃষি আইন বিরোধী প্রতিবাদ জারি রাখবেন তারা।

অখিল ভারত কৃষক ক্ষেতমজুর সংস্থার আরো একটি দল কেন্দ্র এবং কৃষি আইন গুলির বিরুদ্ধে স্লোগান দিয়ে এই বর্ষবরণ পর্ব শুরু করেন। এদের মধ্যে ছিলেন পাঞ্জাবের ফিরোজ পুরের বাসিন্দা জসবীর সিং। তিনি বলেন ” নতুন বছরে পাঞ্জাবে পরিবারের সঙ্গে থাকতে পারলে আমাদের খুব আনন্দে কাটতো। আমরা চাই ঘরে ফিরে যেতে, কিন্তু ঘরে ফেরার থেকেও এই প্রতিবাদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রে যদি আমাদের দাবি না মানে, তবে আমরা পরের বছরও এখানে থাকবো। সরকার আমাদের দাবি না মানলে আন্দোলন জারি থাকবে।”

এ বিষয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী জানান, “কোনও কাজ বা আন্দোলন নিয়ে জেদে অনড় হয়ে থাকা কাজের কথা নয়। সবাই মিলে বৈঠকে বসলেই সমস্যার সমাধান মিলবে। কৃষক ভাইদের জানাচ্ছি, ভারত সরকার আপনাদের সঙ্গে আলোচনার জন্য তৈরি।”

বিজেপি সাধারণ সম্পাদক অরুণ সিংহ বলেছেন, দেশের ৯৯ শতাংশের বেশি চাষী মোদি সরকারের পক্ষে রয়েছেন। কংগ্রেস এই কৃষক আন্দোলনে মদত দিচ্ছে বলে তার অভিযোগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর