দুঃস্থ অসহায় মানুষকে উষ্ণতা দিতে শীত বস্ত্র তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত - Bangla Hunt

দুঃস্থ অসহায় মানুষকে উষ্ণতা দিতে শীত বস্ত্র তুলে দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত

By Bangla Hunt Desk - January 01, 2021

বালুরঘাট ; বর্ষবরনের আনন্দে অনান্য রাজনৈতিক দল গুলির নেতা নেত্রীরা যখন গা ভাসাতে ব্যাস্ত। ঠিক সে সময় বালুরঘাট শহরের বিভিন্ন জায়গায় অসঅহায় দুস্থ মানুষজনের মধ্যে এই প্রবল শীতে উষ্ণতা দিতে শীত বস্ত্র নিয়ে হাজির দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অভিষেক সেনগুপ্ত ও তার দলের তার সহযোদ্ধা যুব নেতা ও কর্মীরা ।

শুধু শিত বস্ত্র প্রদান নয় যে সব অসহায় দিন আনা দিন খাওয়া মানুষজন তাদের আস্তানায় পরিবার নিয়ে কোনরকমে রাত কাটান। সেই সব মানুষজনদের বর্ষবরনের আনন্দের মেজাজ এনে দিতে পেট পুরে আহারের সুবন্দোবস্তও করেছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত সহ তার সহযোগীরা।

শহরের রাস্তায় রাস্তায় বর্ষ শেষের রাতে ঘুরে ঘুরে এই সব অসহায় মানুষদের মুখে আনন্দের হাসি ফুটিয়ে বর্ষ শেষের আনন্দে সামিল হতে পেরে নিজেদের আগামী দিন মানুষের জন্য কাজের উদ্যোগকে অনেকটাই উৎসাহিত করে তুলবে বলেই মনে করছে জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সেন গুপ্ত।

অপরদিকে এই প্রথম বর্ষ শেষের রাতে কোন রাজনৈতিক দলের কাছ থেকে শিত বস্ত্র ও রাতের আহার পেয়ে খুশি সেই সব অসহায় মানুষজন। পাশাপাশি জেলা যুব মোর্চার সভাপতি ও তার সহ যোদ্ধাদের এ ভাবে অসহায় মানুষজনের পাশে দাড়ানোর জন্য সাধুবাদ জানিয়েছে বালুরঘাট শহরের বাসিন্দারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর