১০০ দিনের কাজ প্রকল্পে লাখ লাখ টাকা দুর্নীতি, অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে - Bangla Hunt

১০০ দিনের কাজ প্রকল্পে লাখ লাখ টাকা দুর্নীতি, অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে

By Bangla Hunt Desk - January 01, 2021

মুর্শিদাবাদ; পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী কর্মীর যোগসাজশে মুর্শিদাবাদে ১০০ দিনের কাজ প্রকল্পের লাখ লাখ টাকা ঢুকছে বাংলাদেশি নাগরিকদের আ্যকাউন্টে। আর সেই টাকা আত্মসাৎ করছে পঞ্চায়েতের ওই উপপ্রধান ও অস্থায়ী কর্মী ৷ এই চাঞ্চল্যকর দুর্নীতির অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল পরিচালিত গুড়া-পাশলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও এক অস্থায়ী পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে । দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করেছেন নবগ্রামের বিডিও পঙ্কজ দাস ।

কংগ্রেসের ব্লক সভাপতি মীর বাদাম আলির অভিযোগ, ১০০ দিনের কাজের বরাদ্দ টাকায় নির্মিত ইকো পার্কের কাজে কয়েক লাখ টাকার দুর্নীতি হয়েছে ৷ অভিযুক্ত বর্তমান উপপ্রধান সামসুল আরফিন ও পঞ্চায়েতের অস্থায়ী কর্মী সাফিকুল ইসলাম প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারে শতাধিক বাংলাদেশি নাগরিকের নামে জব কার্ড ও ব্যাঙ্ক আ্যকাউন্ট খুলে ১০০ দিনের মজুরির টাকা পাইয়ে দিয়েছে । বাংলাদেশি নাগরিকদের অনেকেই অভিযুক্তদের আত্মীয় বলে অভিযোগ । পরে মজুরির টাকা বাংলাদেশিদের এটিএম কার্ড দিয়ে তুলে উপপ্রধান ও অস্থায়ী কর্মী আত্মসাৎ করেছে বলে অভিযোগ। তিনি আরো অভিযোগ করে বলেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে নবগ্রাম থানায় এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু অভিযোগ পাওয়া পরেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর