শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পান্ডাকে বহিস্কার করল তৃণমূল - Bangla Hunt

শুভেন্দু ঘনিষ্ঠ নেতা কনিষ্ক পান্ডাকে বহিস্কার করল তৃণমূল

By Bangla Hunt Desk - December 13, 2020

বাংলা হান্ট ডেস্ক ; পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতা কনিষ্ক পান্ডাকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করল তৃণমূল। পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদককে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।

শনিবার মুখ্যমন্ত্রীকে একহাত নেন শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক। তিনি বলেন, “দিদির সব কিছু ঢপ। দিদির স্বাস্থ্যসাথী ঢপ। যখন হাসপাতালে নিয়ে যাবেন তাড়িয়ে দেবে। দিদির কাছে কোনও টাকা নেই। দিদির যা ঋণ আছে ঢেকে দিলেও ঋণ শোধ হবে না। বাংলার মানুষ বুঝে গিয়েছেন শুভেন্দুকেই দরকার। আর ত্যাগ বলতে গেরুয়া।” পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদকের পদে ছিলেন কণিষ্ক। তাঁর মুখে এমন মন্তব্যে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়।

কনিষ্ক শনিবার দাবি করেন, মুখ্যমন্ত্রী হবেন শুভেন্দু অধিকারীই (Suvendu Adhikari)। এ প্রসঙ্গে তিনি বলেন, “মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হবে অপেক্ষা করুন। আজ শুভেন্দু ঠিক কথা বলছে। কেউ শুনছে না। যেদিন মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু সেদিন বাংলার শিল্প, সংস্কৃতি, কৃষ্টি, বাংলার যুবকদের আশা আকাঙ্খা সব বুঝতে পারবেন।” দিন যত এগোচ্ছে ততই রাজ্যে বাড়ছে নির্বাচনী উত্তাপ। এদিকে জোরাল হচ্ছে শুভেন্দু অধিকারীর দলবদলের জল্পনাও।

উল্লেখ্য, কিছুদিন আগে শুভেন্দু ঘনিষ্ঠ বাঁকুড়ার এক নেতাকে সাসপেন্ড করে দল। তাঁর বিরুদ্ধেও দলবিরোধী কাজের অভিযোগ রয়েছে বলে জানিয়েছিল শাসকদল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর