সারদা চিটফান্ড কাণ্ডে মোদী ও মমতাকে চিঠি দিলেন সুদীপ্ত, চিঠিতে ৬ প্রভাবশালী নাম ফাঁস - Bangla Hunt

সারদা চিটফান্ড কাণ্ডে মোদী ও মমতাকে চিঠি দিলেন সুদীপ্ত, চিঠিতে ৬ প্রভাবশালী নাম ফাঁস

By Bangla Hunt Desk - December 05, 2020

বাংলা হান্ট ডেস্ক ; জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে চিঠি দিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সুত্রে খবর, ওই চিঠিতে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রভাবশালী নাম রয়েছে। সারদা-কর্তা সুদীপ্ত সেনের অভিযোগ ওই ৬ ব্যক্তি তার কাছ থেকে নানা সময়ে মোটা টাকা নিয়েছে। এই প্রথম জেল থেকে সুবিধাভোগীদের নাম দিয়ে চিঠি দিলেন সুদীপ্ত সেন।

প্রেসিডেন্সি জেল থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের একাধিক রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন সারদা কর্তা। কে নেই সেই তালিকায়, রাজ্য রাজনীতিতে যিনি এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় সেই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুকুল রায়, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির নামও রয়েছে চিঠিতে।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সারদা চিটফান্ডের ব্যবসা চালানোর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে। সেখানে তিনি লিখেছেন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারীকে ৬ কোটি টাকা দেওয়া হয়েছে। ৯ কোটি টাকা দেওয়া হয়েছে বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুদীপ্ত সেনের অভিযোগের তালিকায় রয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরিও। তিনি নাকি ৬ কোটি টাকা নিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ্ত।

দিন কয়েক আগে সারোদা চিটফান্ড কাণ্ডের তদন্তে সিবিআই এর হাতে এসেছিল একটি অডিও ক্লিপ। সেই অডিও ক্লিপে রয়েছে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর। ফলে ভোটের আগে রাজ্য রাজনীতি সারদা-কাণ্ড আবার ভেসে উঠলো বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর