চললো গুলি, পড়ল বোম, বিজেপির "আর নয় অন্যায়" কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাবনি - Bangla Hunt

চললো গুলি, পড়ল বোম, বিজেপির “আর নয় অন্যায়” কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র বারাবনি

By Bangla Hunt Desk - December 05, 2020

বাংলা হান্ট ডেস্ক; আসানসোলের বারাবনিতে বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। চললো গুলি, পড়ল বোম। বোম ও গুলির আঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে ভর্তি।

অভিযোগ আজ শনিবার সকাল থেকেই বিজেপির পতাকা খুলে নেওয়া হয়, এবং মিছিল শুরু হতেই মিছিলের ওপর বোমাবাজি করা হয়েছে বলে বিজেপির তরফে অভিযোগ জানানো হয়েছে। বোমাবাজির পাশাপাশি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। বিজেপির দাবি নির্বাচনের আগে তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের তরফে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, “বিজেপিতে এখন প্রচুর গুন্ডা ও সমাজ বিরোধীর প্রবেশ হয়েছে। তারাই গন্ডগোল করছে। এই ঘটনায় তৃণমূল কোন ভাবে দায়ী নয়।” তিনি এই ঘটনার তদন্তের পূর্ণাঙ্গ দাবি জানান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর