জাকার্তায় দেখা গেল গল্পের সেই মোগলিকে! - Bangla Hunt

জাকার্তায় দেখা গেল গল্পের সেই মোগলিকে!

By Bangla Hunt Desk - December 04, 2020

বাংলা হান্ট ডেস্ক ; ইন্দোনেশিয়ার জাকার্তায় দেখা গেল গল্পের সেই মোগলিকে। বনের হিংস্র প্রাণীদের সঙ্গে যার ছিল দারুণ মিল। নাম এলি। ২১ বছর বয়সী এলি সারাদিন জঙ্গলে থেকে ঘাস-লতা পাতা কিংবা কলা খাওয়ার অভ্যেস। বাড়ির রান্না মুখেও দেয় না সে। আর মা-বাবা ছাড়া অন্য কোনও মানুষ দেখলেই এক দৌড়ে জঙ্গলে পালায় সে। এভাবেই বনের মধ্যেই সারাদিন ছোটাছুটি করে দিন কাটে তার। সে যেন রুডইয়ার্ড কিপলিংয়ের গল্পের সেই ‘‌মোগলী’।

ছোটবেলা থেকেই বিরল রোগে আক্রান্ত এলি, বাবা মায়ের ষষ্ঠ সন্তান সে। এর আগে পাঁচ সন্তান জন্মানোর পরই মারা যায়। তাই এলি তাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই সন্তানই ছোট থেকে বিরল রোগে আক্রান্ত। লতাপাতা, কলা, ফল খেয়েই দিন কেটে যায় তার।

সভ্য জগত থেকে দূরে জঙ্গলের পশুদের কাছে থেকেই বড় হয়েছে সে। আর আশ্চর্যের ব্যাপার এলির স্বভাবও পুরোটাই মোগলির মতোই।‌

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর