তৃণমূল থেকে নেতা আসায় আমায় সরতে হলো, একুশের আগে বিজেপিতে বিদ্রোহ রাহুল সিনহার - Bangla Hunt

তৃণমূল থেকে নেতা আসায় আমায় সরতে হলো, একুশের আগে বিজেপিতে বিদ্রোহ রাহুল সিনহার

By Bangla Hunt Desk - September 26, 2020

বাংলা হান্ট ডেস্ক ;বিজেপির অন্দরে শুরু হল দ্বন্দ্ব। বঙ্গ বিজেপি থেকে একাধিক নেতার নাম উঠে এসেছে কেন্দ্রীয় কমিটিতে। মনে করা হচ্ছে, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুকুল রায়, অনুপম হাজরার মত নেতাদের পদ দেওয়া হয়েছে।

অথচ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন বঙ্গ বিজেপির জন্য লড়াই করা রাহুল সিনহাকে।

গতবছরই তৃণমূল থেকে এসেছিলেন অনুপম হাজরা। তিনি হয়ে গেলেন জাতীয় সম্পাদক। মুকুল রায় হলে সর্বভারতীয় সহ-সভাপতি। স্বাভাবিকভাবে দলের এই সিদ্ধান্তে খুশি নন রাহুল সিনহা। তাই এবার প্রকাশ্যেই দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন তিনি।

এদিন রাহুল সিনহা বলেন,”৪০ বছর ধরে বিজেপির সেবা করেছি। সৈনিক থেকেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করার পুরস্কার, তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না!” এবার তাহলে কী করবেন? ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবেন? রাহুলবাবুর কথায়,”পার্টি যে পুরস্কার দিল, তার পক্ষে বা বিপক্ষে কিছু বলতে চাই না। যা বলার ১০ থেকে ১২ দিনের মধ্যে বলব। আমার ভবিষ্যত কর্মপন্থা ঠিক করব।”

বাংলায় একুশে বিধানসভা নির্বাচনের আগে যখন বিশেষ গুরুত্ব দিয়ে মুকুল রায়-সহ তিনজনকে পদ দেওয়া হল, তখন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহাকে বাদ পড়তে হল। তাঁকে কেন্দ্রীয় সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হল। রাহুলের এই অপসারণে বঙ্গ বিজেপিতে ফের সিঁদুরে মেঘ দেখা দিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর