কৃষি বিল ঐতিহাসিক, যেখানে ফসলের দাম বেশি, সেখানেই ফসল বিক্রির স্বাধীনতা পাবে কৃষক; প্রধানমন্ত্রী - Bangla Hunt

কৃষি বিল ঐতিহাসিক, যেখানে ফসলের দাম বেশি, সেখানেই ফসল বিক্রির স্বাধীনতা পাবে কৃষক; প্রধানমন্ত্রী

By Bangla Hunt Desk - September 21, 2020

বাংলা হান্ট ডেস্ক ; দেশ যাতে একুশ শতকে আরও বেশি প্রগতির পক্ষে এগোতে পারে সেজন্য নতুন কৃষি আইন দরকার ছিল। সোমবার এভাবেই কৃষি বিলের সমর্থনে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কথায় যারা আইন নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন তারা কৃষকদের মিথ্যা বলে ভুল বোঝাচ্ছেন, উত্তেজনা তৈরি করছেন। তারা ভাবছেন এই আইনে কৃষকদের উপর থেকে তাদের নিয়ন্ত্রণে চলে যাবে।

[ আরো পড়ুন-আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে হনুমানজীর পুজো করুন, আপনার ধনসম্পত্তি ফুলেফেঁপে উঠবে ]

এদিন ভার্চুয়াল ভাবে বিহার ঘর তক ফারবার-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে থকে ফের একবার এই বিল নিয়ে সরব হন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন “নতুন কৃষি আইন স্বাধীনতা দেবে কৃষকদের। যেখানে ফসলের দাম বেশি পাবেন, সেখানেই বেচবেন কৃষকরা। কৃষকদের জন্য এই আইন হবে ঐতিহাসিক। ফসল বিক্রির ওপর লাগবে না কোন কর”। তিনি আরো বলেন “কয়েকজন এই আইন নিয়ে বিরোধিতা করছে, বুঝতে হবে এই আইনে কৃষক মান্ডি বন্ধ করা হবে না। এই আইন কৃষক মান্ডির বিরুদ্ধে নয়। বরং কৃষক মন্ডির আধুনিকরণ করবে নতুন এই আইন। কৃষক মান্ডি বন্ধ হয়ে যাওয়ার যে প্রচার বিরোধিতা করছে তা পুরোপুরি ভুল। মনে রাখতে হবে এই আইনে মধ্যস্বত্বভোগীরা বিলুপ্তি হবে। এর ফলে কৃষকের কাছে পৌঁছাবেন ব্যবসায়ীরা”।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর